পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল করিমগঞ্জ শহরতলির এলংজুরি এলাকা। উত্তেজিত জনতার রোষে পুড়ল একটি ‘সুপার বাস’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি গুয়াহাটি যাওয়ার জন্য স্ট্যান্ডে আসছিল। কিন্তু এলংজুরি এলাকায় আব্দুল খালিক নামে এক ৭০ বছরের বৃদ্ধ চাকায় পিষ্ট হয়ে মারা যান। তাঁর বাড়ি এলংজুরি এলাকাতেই। ফলে ক্ষোভ ধরে রাখতে পারেননি এলাকার লোকজন। স্থানীয় মানুষ বাসটি ভাঙচুর করে, পরে তাতে আগুন লাগিয়ে দেয় ।
এলাকার মানুষের অভিযোগ, অদক্ষ গাড়ি চালকের জন্যই এমন দুর্ঘটনা। গাড়ি জ্বালানোর খবর পেয়ে পুলিশ খানে যায়। জনতা আটকে দেয়। আটকে দেওয়া হয় দমকলের গাড়িও। তাদের বক্তব্য ছিল, ঘটনাস্থলেই জ্বলে যাক ঘাতক বাসটি। ক্ষুব্ধ জনতা সংবাদকর্মীদেরও ছবি তুলতে বাধা দেয়। এরপর সেখানে পৌঁছন পুলিশ সুপার প্রদীপ রঞ্জন কর। তিনি জনতাকে শান্ত করার চেষ্টা করেন। দুর্ঘটনায় নিহত আব্দুল খালিকের পুত্র করিমগঞ্জ সদর থানার হোমগার্ড। পুলিশ মৃতদেহ হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে বাধা দেয় জনতা। তাদের বক্তব্য, ম্যাজিস্ট্রেট না এলে মৃতদেহ তারা সরাতে দেবে না। পরে অবশ্য ম্যাজিস্ট্রেট হোমেন গোহাই বরুয়া উপস্থিত হলে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠানো হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy