Advertisement
০২ নভেম্বর ২০২৪

বক্তব্য না শুনেই আর্জি খারিজ, প্রতিবাদ এজি-র

আইনজীবীদের বক্তব্য না শুনেই আর্জি খারিজ করা নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তার পরে তাঁকে সওয়াল করার অনুমতি দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার শুনানি সম্পর্কে কড়া অবস্থান নিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এবং প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এবং প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:০২
Share: Save:

আইনজীবীদের বক্তব্য না শুনেই আর্জি খারিজ করা নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবাদ জানালেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তার পরে তাঁকে সওয়াল করার অনুমতি দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার শুনানি সম্পর্কে কড়া অবস্থান নিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। আজ ওই বেঞ্চে রাজস্থানের কর সংক্রান্ত একটি মামলার সওয়াল করতে যান অ্যাটর্নি জেনারেল। কিন্তু বেঞ্চ সেই আর্জি গ্রহণ না-ও করতে পারে বুঝে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টে মানুষ হাজার হাজার মাইল দূর থেকে মামলা লড়তে আসেন। কিন্তু মাননীয় বিচারপতিরা তাঁদের বক্তব্য না শুনেই মামলা খারিজ করে দিচ্ছেন। মাননীয় বিচারপতিরা শুধু বলছেন, তাঁরা আর্জি পড়েছেন। এটা ঠিক নয়। অন্তত আর্জি গ্রহণের সময়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শোনা উচিত।’’

জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘‘ঠিক আছে, আমরা আপনার বক্তব্যের মর্ম বুঝতে পারছি। আপনি সওয়াল করুন।’’ বেণুগোপাল বলেন, ‘‘আপনারা এই আর্জি এ ভাবে খারিজ করতে পারেন না। এই মামলাটির সঙ্গে একটি রাজ্যের রাজস্ব জড়িত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠাতে ইতস্তত করছে কেন? আমার মনে হয় না প্রধান বিচারপতি আর্জিটি পড়েছেন।’’ প্রধান বিচারপতি জবাবে বলেন, ‘‘আমরা আর্জিটি পড়িনি এমন ভাবার কোনও কারণ নেই। আমরা পড়তে ভুল করে থাকতে পারি। কিন্তু আর্জিটি পড়া হয়েছে।’’ ঝুলে থাকা সব মামলা শোনার পরে এই মামলা শোনার সিদ্ধান্ত নিয়েছে বেঞ্চ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE