শব্দের তিরে নরেন্দ্র মোদীকে নাজেহাল করেছেন। কিন্তু আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গেল লালকৃষ্ণ আডবাণীর মুখে।
দেশে জরুরি অবস্থার সম্ভাবনা তৈরি হতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেন আডবাণী। তাঁর ইঙ্গিত মোদীর দিকেই ধরে নিয়েছিলেন বিরোধীরা। বর্ষীয়ান বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে মোদীকে বিপাকে ফেলতে আসরে নেমেছিলেন তাঁরা। কিন্তু যোগ দিবসে হিমাচল প্রদেশের পালামপুরে একটি যোগ কেন্দ্রের শিবিরে আডবাণী জানালেন, মোদী যে ভাবে যোগকে জনপ্রিয় করছেন তা প্রশংসনীয়। আজ ওই শিবিরে ‘কপালভাতি প্রাণায়াম’ করেছেন আডবাণী। তাঁর কথায়, ‘‘বিজেপির সাংস্কৃতিক জাতীয়তাবাদ দেশে শিকড় গেড়েছে। পালামপুরে জাতীয় কর্মসমিতির বৈঠকে রামমন্দির তৈরির সিদ্ধান্ত হয়। সাংস্কৃতিক জাতীয়তাবাদ আঁকড়ে থাকাতেই বিজেপির আসন বেড়েছিল।’’
যোগ দিবসে কেন মোদীর প্রশংসা করলেন আডবাণী? বিজেপি সূত্রে খবর, জরুরি অবস্থা নিয়ে আডবাণীর মন্তব্যে সঙ্ঘ ক্ষুব্ধ। মোদীকে খোঁচা দেওয়া তাঁর মতো নেতার পক্ষে ঠিক নয় বলে সঙ্ঘের তরফে আডবাণীকে বার্তাও দেওয়া হয়। তার পর সংবাদমাধ্যমে আডবাণী সাফ জানান, মোদী নয়, তাঁর নিশানায় ছিল কংগ্রেসই। তারাই জরুরি অবস্থা ফেরাতে পারে বলে ইঙ্গিত করেছিলেন তিনি। যোগ দিবসে মোদীর প্রচেষ্টা সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করাই শ্রেয় বলে মনে করেছেন আডবাণী। এক বিজেপি নেতার কথায়, ‘‘আডবাণীজি এখন জল মাপছেন। এক পা এগোলে দু’পা পিছিয়ে যাচ্ছেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy