Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National news

১ অক্টোবর থেকে মৃত্যু রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক

ভুয়ো পরিচিতির সমস্যা দূর করতে ১ অক্টোবর থেকেই মৃত্যু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর, অসম ও মেঘালয় ছাড়া দেশের অন্য রাজ্যগুলিতে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে ১ অক্টোবর থেকে। বাকি তিনটি রাজ্যে কবে থেকে ওই নিয়ম চালু হবে, তা পরে জানানো হবে।

আধার কার্ড।- ফাইল চিত্র।

আধার কার্ড।- ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ২০:৪৯
Share: Save:

এ বার মৃত্যু রেজিস্ট্রেশনের সার্টিফিকেট পেতেও আধার কার্ড দেখাতে হবে।

ভুয়ো পরিচিতির সমস্যা দূর করতে ১ অক্টোবর থেকেই মৃত্যু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই নিয়ম চালু করছে স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর (পিআইবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর, অসম ও মেঘালয় ছাড়া দেশের অন্য রাজ্যগুলিতে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে ১ অক্টোবর থেকে। বাকি তিনটি রাজ্যে কবে থেকে ওই নিয়ম চালু হবে, তা পরে জানানো হবে।

আরও পড়ুন- চিদম্বরমের ছেলের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই

আরও পড়ুন- ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী জাতীয় হকি দলের জ্যোতি

সঙ্গে আধার কার্ড না থাকলেও, মৃত্যু রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম পূরণ করতে হয়, সেখানে সেই কার্ডের নম্বর উল্লেখ করলেও হবে। সে ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া হলে ২০১৬ সালের আধার আইন ও ১৯৬৯ সালের জন্ম রেজিস্ট্রেশন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE