অভিনেত্রী-রাজনীতিক বিজয়শান্তি। — ফাইল চিত্র।
তেলঙ্গানায় বিধানসভা ভোটের আগে আবার ভাঙনের ধাক্কা বিজেপিতে। এ বার দল ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী বিজয়শান্তি। তেলঙ্গানা বিজেপির সভাপতি জি কিসান রেড্ডিকে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। সূত্রের খবর, তেলুগু চলচ্চিত্র জগতে ‘লেডি অমিতাভ’ হিসাবে পরিচিত জাতীয় পুরস্কারজয়ী নায়িকা এ বার কংগ্রেসে যোগ দিতে চলেছেন।
রুপোলি পর্দার পাশাপাশি, দক্ষিণী রাজনীতিতে বর্ণময় চরিত্র বিজয়শান্তি। ১৯৯৮ সালে বিজেপি থেকেই তাঁর রাজনৈতিক যাত্রার সূচনা। প্রায় এক দশক পরে নিজের রাজনৈতিক দল গড়েন তিনি। নাম দেন ‘তাল্লি তেলঙ্গানা’। পরে দলটি মিশে যায় কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) ‘তেলঙ্গানা রাষ্ট্র সমিতি’ (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস)-এর সঙ্গে। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তিনি টিআরএস প্রার্থী হিসেবে জয়ী হন মেডক কেন্দ্র থেকে।
কিন্তু ২০১৪ সালের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকার সংসদে অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলঙ্গানা রাজ্য গঠনের বিল পাশ করানোর পরেই কেসিআর-সঙ্গ ছেড়ে বিজয়শান্তি কংগ্রেস যোগ দেন। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারে ‘নরেন্দ্র মোদীকে দেখতে জঙ্গির মতো’ বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। কিন্তু তার দেড় বছরের মাথায়, ২০২০-র ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে নিতে অসুবিধা হয়নি দক্ষিণী অভিনেত্রীর।
আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোট হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর— মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই। তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে। তবে বিভিন্ন জনমত সমীক্ষার পূর্বাভাস ত্রিমুখী লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে গত কয়েক মাসে একাধিক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজাগোপাল রেড্ডি, বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক রয়েছেন সেই তালিকায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy