তৃতীয় মোদী সরকারের শনিবারের বাজেটে তফসিলি জাতি, জনজাতি, ওবিসি ও সংখ্যালঘুদের জন্য প্রকল্পে ‘নিষ্ঠুর ভাবে’ বরাদ্দ ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। দলের নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের অভিযোগ, পিএম তফসিলি জাতি অভ্যুদয় যোজনা, ওবিসি, অত্যধিক অনগ্রসরদের জন্য পিএম ইয়ং অ্যাচিভার্স স্কলারশিপ, তফসিলি জাতির জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, জনজাতি উন্নয়ন প্রকল্পে চলতি অর্থ বছরে বরাদ্দের খুব সামান্য অংশ খরচ হয়েছে। উদাহরণ দিয়ে চিদম্বরমের দাবি, পিএম তফসিলি জাতি যোজনায় ২,১৪০ কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে খরচ হচ্ছে মাত্র ৮০০ কোটি টাকা।
জাতগণনার দাবিতে কংগ্রেস বহু দিন ধরেই সরব। এ বার তারা জনগণনা কবে, বাজেটের পরে তা নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২১-এ জনগণনা হওয়ার কথা ছিল। কোভিডের দোহাই দিয়ে তা পিছিয়ে দেওয়া হয়। চলতি বছরেও জনগণনা হবে কি না, সে প্রশ্ন উঠেছে। বাজেটে জনগণনার জন্য মাত্র ৫৭৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, এর ফলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা থেকে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন।
সিপিএমের অভিযোগ, একশো দিনের কাজে চাহিদা বাড়লেও বরাদ্দ সেই ৮৬ হাজার কোটি টাকাতেই আটকে রয়েছে। অর্থমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এই খাতে প্রয়োজনে বরাদ্দ বাড়বে। শহুরে গরিবদের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন প্রকল্প চালু হবে বলে তিনি ঘোষণা করেছেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মতে, ‘‘এই বাজেট হল বুলেটের ক্ষতে ব্যান্ড-এড! আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে আর্থিক সঙ্কটের মোকাবিলায় নীতি বদলের প্রয়োজন ছিল। কিন্তু নতুন ভাবনাচিন্তার ক্ষেত্রে এই সরকার দেউলিয়া।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)