জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী। — ফাইল চিত্র।
বিধানসভা ভোটের আগে আবার ভাঙনের ধাক্কা বিজেপিতে। পড়শি রাজ্য কর্নাটকের পরে এ বার তেলঙ্গানায়। শাসক বিআরএসের পাশাপাশি দাক্ষিণাত্যের ওই রাজ্যে বিজেপি ছেড়েও অনেক নেতা কংগ্রেসে যোগ দিচ্ছেন। এ বারে বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী ওরফে বিবেক সেই স্রোতে শামিল হলেন।
বিবেক মঙ্গলবার বিজেপি থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ২০০৯ সালের লোকসভা ভোটে পেড্ডাপল্লি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। বিবেকানন্দের বাবা জি বেঙ্কটস্বামী ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতা তথা ছ’বারের লোকসভা সাংসদ। রাহুল গান্ধীর তেলঙ্গানায় ভোট প্রচারের সময়ই দল বদলালেন বিবেক। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা ভোটে বিবেকানন্দের ছেলে ভি কৃষ্ণকে পেড্ডাপল্লির চেন্নুর আসন থেকে প্রার্থী করা হতে পারে।
গত মাসে প্রাক্তন মন্ত্রী তথা পাঁচ বারের বিজেপি বিধায়ক এ চন্দ্রশেখর, প্রাক্তন সাংসদ কে রাজগোপাল রেড্ডি-সহ একাধিক বিজেপি নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোট হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর— মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই। তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy