অভিনেতা প্রকাশ রাজ।—ফাইল চিত্র।
কমল হাসন, রজনীকান্তের পর প্রকাশ রাজ, রাজনীতির ময়দানে অভিষেক ঘটতে চলেছে আর এক দক্ষিণী অভিনেতার। আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন তিনি। তবে কোনও নামকরা দলের হয়ে নয়, বরং নির্দল প্রার্থী হিসাবে। বর্ষবরণের উত্সবে যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক সেই মুহূর্তে টুইটারে নিজেই সে কথা ঘোষণা করলেন।
রাত ১২টা নাগাদ নিজের টুইটার হ্যান্ডলে প্রকাশ রাজ লেখেন, ‘সকলকে নববর্ষের শুভেচ্ছা। একটা নতুন শুরু হতে চলেছে। কাঁধে চাপতে বসেছে নয়া দায়িত্ব। আপনাদের সমর্থনে আসন্ন লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াতে চলেছি আমি। নির্বাচনী কেন্দ্র নিয়ে খুব শীঘ্র সবিস্তার জানাব।’
অভিনেতা হওয়া সত্ত্বেও কখনও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে রাখঢাক করেননি প্রকাশ রাজ। প্রকাশ্যে একাধিকবার নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। এ দিনও নিজের অবস্থান ফের একবার মনে করিয়ে দেন তিনি। ২০১৪ সালে নির্বাচনী প্রচারে বিজেপির স্লোগান ছিল ‘অব কি বার মোদী সরকার’। তার অনুকরণে প্রকাশ লেখন ‘অব কি বার জনতা কি সরকার’।
HAPPY NEW YEAR TO EVERYONE..a new beginning .. more responsibility.. with UR support I will be contesting in the coming parliament elections as an INDEPENDENT CANDIDATE. Details of the constituency soon. Ab ki baar Janatha ki SARKAR #citizensvoice #justasking in parliament too..
— Prakash Raj (@prakashraaj) December 31, 2018
প্রকাশ রাজের টুইট।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সচিব পরিচয়ে ইসকনের ভক্তদের টাকা আত্মসাৎ, গ্রেফতার অভিযুক্ত
আরও পড়ুন: ২ মাসের পরিত্যক্ত শিশুকে বুকে টেনে নিলেন কনস্টেবল
দক্ষিণী ছবি তো বটেই, একসময় বলিউডেও চুটিয়ে অভিনয় করেছেন প্রকাশ রাজ। তার জন্য পেয়েছেন অজস্র পুরস্কার। তবে গত কয়েকবছরে পর্দায় বিশেষ দেখা যায়নি তাঁকে। তার জন্যও একাধিকবার কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন তিনি। বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করায় বলিউড তাঁকে বয়কট করেছে বলে দাবি করতে দেখা যায় তাঁকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy