ঈশা অম্বানীর বিয়ের সব ছবিই তুলেছিলেন কর্নাটকের ফোটোগ্রাফার বিবেক সেকুয়েইরা।
গোটা দেশের নজর ছিল ঈশা অম্বানী আর আনন্দ পিরামলের বিয়ের দিকে। দেশ কি, বিশ্বেরও নজর ছিল মুকেশ অম্বানীর বিয়ের দিকে। আর সে দিকে নজর যিনি ঘুরিয়েছিলেন তিনি কর্নাটকের ফোটোগ্রাফার বিবেক সেকুয়েইরা।
শুরু ১ ডিসেম্বর। আর তার পর থেকে লাগাতার ১৫ দিন বিয়ের অনুষ্ঠান। ঈশা অম্বানীর বিয়েতে এত দিন ধরে টানা ছবি তুলে গিয়েছেন ৪৭ বছরের বিবেক এবং তাঁর দল। এত জাঁকজমক, দেশ-বিদেশের এত তারকা— সব মিলিয়ে ১.২ লক্ষের বেশি ছবি উঠে এসেছে বিবেক ও তাঁর দলবলের ক্যামেরা থেকে।
ওয়েডিং ফোটোগ্রাফার হিসেবেই খ্যাত কর্নাটকের বিবেক সেকুয়েইরা। এত ছবি তুলতে খুব স্বাভাবিক ভাবেই হিমশিম খাওয়ার মতো অবস্থা। তার পরে তাবড় তাবড় তারকাদের ছবি! সংবাদমাধ্যম দ্য নিউজ মিনিটকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিবেক বলছেন, ‘‘এখনও অবধি আমার জীবনে কভার করা সব থেকে বড় বিয়ের অনুষ্ঠান, বলতে পারেন কিছুটা স্বপ্নের মতোই।’’ এই বিয়েতে ছবি তোলার প্রস্তাব যখন প্রথম বিবেকের কাছে এসে পৌঁছয়, তাঁর কোনও ধারনাই ছিল না যে এটা অম্বানী পরিবারের বিয়ে। তাঁকে শুধুই বলা হয়েছিল, ‘‘জিন্দেগি বন জায়েগি!’’
পর পর তিনটে বছর সেরা ওয়েডিং ফোটোগ্রাফারের পুরষ্কার জিতেছিলেন বিবেক সেকুয়েইরা।
সোজাসাপ্টা বিবেকের কথায়, ‘‘প্রথমে আমাকে বলাই হয়নি যে, এটা মুকেশ অম্বানীর মেয়ের বিয়ে। যিনি আমাকে এই কাজটা দিয়েছিলেন, তিনি চলতি বছরের জুন মাসে আমাকে বলেছিলেন, ডিসেম্বরের ১-১৫ তারিখ অবধি ফাঁকা রাখতে। আর আমার কাজের কিছু স্যাম্পেলও পাঠাতে বলেছিলেন। কিছু স্যাম্পেল ছবি দেখার পরেই আমাকে ফাইনাল করা হয়েছিল। তবে কাজটা না হওয়া অবধি বিষয়টা একটু চেপে রাখতেও বলেছিলেন উনি।’’
আরও পড়ুন: প্রেমের টানে পাক জেলে মুম্বইয়ের যুবক! মুক্তি পেলেন ছ’বছর পর
আর এই গোপনীয়তা বজায় রাখার জন্য বেশ কিছু এগ্রিমেন্টে সই করতে হয়েছিল বলেও জানালেন বিবেক। কাজ শুরু করার আগে যে পারিশ্রমিকের বেশির ভাগ টাকাটাই পেয়ে গিয়েছিলেন সে কথাও বললেন কর্নাটকের এই ওয়েডিং ফোটোগ্রাফার।
বিবেক এবং তাঁর ১৭ জনের টিম মিলে ঈশা অম্বানীর বিয়েতে ছবি তুলেছেন। মোট ৩০ টিবি হার্ড ডিস্ক ভর্তি হয়ে গিয়েছিল বিবেক এবং তাঁর দলবলের।
আরও পড়ুন: অরিজিত্ সিংহের সুর চুরি! ট্রোলড হয়ে গান তুলে নিলেন আমেরিকান র্যাপার
কে জানত, বিয়ে বাড়ির ছবি তুলতে গিয়ে হিলারি ক্লিনটন থেকে বলিউডের খান, কপূর, বচ্চনদের ছবি তোলারও সৌভাগ্য হয়ে যাবে!
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy