অলোক বর্মার বাড়ির সামনে গ্রেফতার চার। ছবি: সংগৃহীত।
সিবিআই কাণ্ডে ফের নাটক। আজ সকালে ‘ছুটিতে পাঠানো সিবিআই অধিকর্তা’ অলোক বর্মার বাড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় বেশ কয়েক জনকে। তাঁর বাড়ির সামনে উঁকিঝুঁকি মারছিলেন তাঁরা। এর পরই বাইরে বেরিয়ে আসেন অলোক বর্মার নিরাপত্তারক্ষীরা। চার সন্দেহভাজনকে আটক করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দিল্লি পুলিশকেও।
অলোক বর্মার অভিযোগ পাওয়ার পরই তাঁর বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের তদন্তকারী দল। কী কারণে অলোক বর্মার বাড়িতে তাঁরা উঁকি দিচ্ছিলেন, তাই নিয়ে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এই চার সন্দেহভাজন ইন্টেলিজেন্স ব্যুরোর গোয়েন্দা। ছুটিতে পাঠানো প্রাক্তন সিবিআই প্রধানের ওপর নজরদারি চালাতেই তাঁদের পাঠানো হয়েছিল অলোক বর্মার বাসভবনে।
আরও পড়ুন: সিবিআই প্রধানকে সরানোর নেপথ্যে রাফাল, অভিযোগ রাহুলের
বুধবারই সিবিআই-এর গৃহযুদ্ধ সামাল দিতে সিবিআই অধিকর্তা অলোক বর্মা এবং বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে ছুটিতে পাঠায় কেন্দ্র। দেশের অন্যতম শীর্ষ তদন্তকারী সংস্থার এই বেনজির কাজিয়া সামনে আসায় স্বাভাবিক ভাবেই বিব্রত কেন্দ্রীয় সরকার। সুযোগ বুঝে আসরে নেমে সরকারকে একযোগে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছে দেশের সব কটি বিরোধী রাজনৈতিক দল। পরিস্থিতি সামাল দিতে গতকালই সরকারের হয়ে সাফাই গান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জল গড়িয়েছে আদালতেও। এই পরিস্থিতিতে অলোক বর্মার বাড়ির সামনে নজরদারির ঘটনা প্রমাণিত হলে নিশ্চিত ভাবেই তা পুরো ঘটনায় অন্য মাত্রা যোগ করবে।
আরও পড়ুন: ‘সিদ্ধান্ত হয়নি আইন মেনে’, কোর্টে অলোক
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy