n রণক্ষেত্র: গুলিবৃষ্টি শেষ। রাস্তায় পড়ে রয়েছে কার্তুজের খোল। শ্রীনগরের শহরতলি এলাকা মুজগুন্দে বাহিনী-জঙ্গি সংঘর্ষের শেষে। রবিবার। ছবি:এপি।
খাস শ্রীনগরের শহরতলি এলাকায় বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে নিহত হল তিন জঙ্গি। আহত হয়েছেন এক সেনা। নিহত জঙ্গিদের মধ্যে রয়েছে এক বছর চোদ্দোর কিশোর।
পুলিশ জানিয়েছে, গত কাল রাতে শ্রীনগরের শহরতলি এলাকা মুজগুন্দে জঙ্গি গতিবিধির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। প্রায় ১৭ ঘণ্টা লড়াইয়ের পরে নিহত হয় তিন জঙ্গি। পুলিশ জানিয়েছে, লড়াইয়ের সময়ে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পালাচ্ছিল জঙ্গিরা। ফলে শেষ পর্যন্ত পাঁচটি বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয় সেনা। সংঘর্ষে আহত হন এক জওয়ানও। সংঘর্ষের পরে বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়েন স্থানীয়দের একাংশ। তার ফলে বাহিনী-জনতা সংঘর্ষ শুরু হয়। শ্রীনগরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থল পুরোপুরি বিস্ফোরকমুক্ত না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সেখানে যেতে নিষেধ করেছে বাহিনী। অক্টোবর মাসে কুলগামে সংঘর্ষের পরে পড়ে থাকা শেল ফেটে নিহত হন সাত জন স্থানীয় বাসিন্দা। তার পরেই সতর্কতা বাড়িয়েছে প্রশাসন।
পুলিশের দাবি, নিহত তিন জঙ্গির মধ্যে মুদাসির প্যারে ও শাকিব বিলাল বান্দিপোরার হাজিন এলাকার বাসিন্দা। মুদাসিরের বয়স চোদ্দো। সে কাশ্মীরে নিহত সবচেয়ে কমবয়সি জঙ্গিদের অন্যতম। তৃতীয় জঙ্গির নাম আলি। সে পাকিস্তানের নাগরিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy