প্রতীকী ছবি।
২৫টি কৃষ্ণসার হরিণের দেহ উদ্ধার হল তেলঙ্গানার মেহবুবনগরের এক ভুট্টা খামার থেকে। সন্দেহ করা হচ্ছে বিষ প্রয়োগ করে হরিণগুলোকে মারা হয়েছে। ওই এলাকায় সরকারি জমিতে অবৈধ ভাবে চাষ করা হয়। খাবারের খোঁজে ওই সব জমিতে প্রায়ই চলে আসে হরিণ।
কিন্তু এক সঙ্গে এতগুলো হরিণের মৃত্যুর কারণ কী? ফসলে যে সব কীটনাশক দেওয়া হয় তার থেকেই বিষক্রিয়ায় মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছেন ডিভিশনাল ফরেস্ট অফিসার গঙ্গা রেড্ডি। তবে আসল কারণটা কী তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
প্রশ্ন উঠছে চেরাশিকারের জন্যই কী হরিণগুলোকে বিষ দেওয়া হয়েছে? নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল এর পিছনে।
যাই কারণ থাকুক না কেন, এতগুলো হরিণের একসঙ্গে মৃত্যুতে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য বনদফতরের।
হরিণের দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর আশল কারণ জানা যাবে বলে জানান গঙ্গা রেড্ডি।
ওই এলাকায় ইতিমধ্যেই অবৈধ চাষ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও খবর...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy