দুর্ঘটনার মুহূর্ত। ছবি: টুইটারের সৌজন্যে।
আরও কয়েকটি শিশুর সঙ্গে দশ বছরের মেয়েটিও উঠেছিল জয়রাইডে। কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি যে, সেই জয়রাইড-ই শেষ পর্যন্ত এমন বিভীষিকার কারণ হয়ে উঠবে! এর আগেও একাধিক বার জয়রাইডে দুর্ঘটনা ঘটেছে। এ বার সেই তালিকায় নতুন সংযোজন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার জুনিয়র কলেজ মাঠ। রবিবার সন্ধ্যায় জয়রাইড থেকে পড়ে মৃত্যু হল দশ বছরের আমরুথার। গুরুতর জখম হয়েছে আরও ছয় জন। এর মধ্যে তিন জন শিশু। তাদের প্রত্যেককে অনন্তপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রতি বছরই এ সময় জুনিয়র কলেজ মাঠে মেলার বসে। এখন প্রায় সব স্কুলেই গরমের ছুটি চলছে। তার উপর রবিবার থাকায় মেলার ভিড় ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। সে সময় হঠাৎই বিকট আওয়াজ করে জয়রাইডের একটি চেয়ার উপর থেকে ভেঙে পড়ে।
স্থানীয়দের দাবি, ভেঙে পড়া জয়রাইড ‘মেরি গো রাউন্ড’টির একটি চেয়ারের নাটবন্টু আগে থেকে খোলা ছিল। সেটি দেখার পরই যিনি জয়রাইডটি চালনা করছিলেন তাঁকে জানানো হয়েছিল। কিন্তু, তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
It's your worst nightmare come true ... A trolley car in a #GiantWheelAccident came loose and out spilled 7 people including children, and fell straight to the ground; 8-year-old Amrutha died, 6 others injured in #Ananthpur town of #AndhraPradesh, reports @tweetsreekanth_ @ndtv pic.twitter.com/KvGQvzPSAP
— Uma Sudhir (@umasudhir) May 28, 2018
দুর্ঘটনার পরই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই স্থানীয়রা তাঁকে ধরে ফেলেন। মারধর করে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনন্তপুরের জেলাশাসক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: পুলওয়ামার সেনা ছাউনিতে জঙ্গি হামলা, নিহত জওয়ান-সহ দুই
প্রসঙ্গত, এ বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের নিউ টাউনের ইকো পার্কে ঝোড়ো হাওয়ায় ‘ট্রাম্পোলিন মিকি মাউস’ রাইড উল্টে জখম হয়েছিল অন্তত ১৩ জন শিশু। তার আগে ফেব্রুয়ারিতে খিদিরপুরে ভূকৈলাস মেলার মাঠে ‘ময়ূরপঙ্খী’ রাইড থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের এক শিশু। রবিবার অনন্তপুরের দুর্ঘটনা এ রাজ্যের সেই স্মৃতি ফের এক বার উষ্কে দিল।
আরও পড়ুন: দিল্লিতে মেট্রোর সুড়ঙ্গে নেমে ছুট যুবকের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy