লটারিতে ভাগ্য যাচাই করে দেখতে আমরা সকলেই চাই। কিন্তু মনে একটা ভয় থেকেই যায়। লাভের বদলে যদি লোকসান হয় সেটা ভেবে অনেকেই আর লটারি কাটতে যান না। বেশি না ভেবে এক বার লটারি কেটে দেখতেই পারেন। জ্যোতিষশাস্ত্র তো রয়েছেই এই বিষয়ে আপনাদের সাহায্য করার জন্য। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৯ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে কোন কোন রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে জেনে নিন।
মেষ- এই সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির জাতক-জাতিকারা একবার লটারি কেটে দেখতে পারেন। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই, তা-ও মন চাইলে কেটে দেখতে পারেন। সপ্তাহের প্রথম ভাগে লটারির দিকে যাবেন না।
বৃষ– ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বৃষ রাশির অর্থপ্রাপ্তির যোগ খুব বেশি দেখা যাচ্ছে না। লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির চেয়ে এই সপ্তাহে খরচ বেশি হবে। তাই যে কোনও সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে। লটারি কাটার ব্যপারে চিন্তাভাবনা করে এগোবেন।
কর্কট– এই সপ্তাহে কর্কট রাশির জন্য আয়-ব্যয় সমান দেখা যাচ্ছে। লটারি কাটার ব্যপারে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।
সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা খুব বেশি অঙ্কের লটারি এই সপ্তাহে কাটতে যাবেন না। বিশেষ অর্থপ্রাপ্তির যোগ নেই।
কন্যা- এই সপ্তাহটা লটারির দিক দিয়ে কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা ভাল নয়। লটারি কাটা উচিত হবে না।
আরও পড়ুন:
তুলা– তুলা রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে, তবে শেষ ভাগে ভুল করেও লটারি কাটতে যাবেন না।
বৃশ্চিক– এই সপ্তাহে বৃশ্চিক রাশির অর্থভাগ্য খুব একটা খারাপ নয়। ভাগ্য যাচাই করে দেখতে চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে যাবেন না। আয়ের বদলে ব্যয় হয়ে যাওয়ার আশঙ্ক্ষাই বেশি দেখা যাচ্ছে।
মকর– এই সপ্তাহের শুরুতে মকর রাশির জাতক-জাতিকারা একবার লটারি কেটে দেখতে পারেন। শেষের দিকে কোনও মতেই লটারির টিকিট কাটবেন না।
কুম্ভ– কুম্ভ রাশির জন্য সপ্তাহের শেষের দিকটা বেশ শুভ রয়েছে। ভাগ্য পরখ করে দেখতে চাইলে সপ্তাহের শেষ ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন।
মীন– এই সপ্তাহে মীন রাশির জাতকেরা লটারি কাটতে যাবেন না, প্রাপ্তিযোগ নেই।