ফেব্রুয়ারি মাসটি সকল রাশিরই ভাল-খারাপ মিশিয়ে কাটবে। কিন্তু কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের কিছু ব্যপারে একটু সতর্কতা অবলম্বন করে চলা জরুরি। কয়েকটি রাশির লোকেরা শত্রুর দ্বারা মাসে প্যাঁচে পড়তে পারেন। কেউ আবার ঋণের সমস্যায় ভুগতে পারেন। কয়েকটি রাশির লোকেরা আবার কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাল ফল পাবেন। এই প্রতিবেদন দেখে মিলিয়ে নিন আপনার রাশির ভাগ্য কেমন রয়েছে।
মেষ রাশির জাতক-জাতিকাদের ঋণদান এবং ঋণগ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। শত্রু সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই। কিন্তু প্রতিযোগিতার ক্ষেত্রে খুব একটা সফলতা প্রাপ্তির সম্ভাবনা নেই।
ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির লোকেরা ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। শত্রুর দ্বারা বিব্রত হওয়ার আশঙ্কাও রয়েছে। কোনও প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে বিশেষ ভাল ফল পাবেন না।
মিথুন রাশির জাতক-জাতিকাদের এই মাসটি ঋণ, শত্রু এবং প্রতিযোগিতার ব্যাপারে ভাল যাবে না। ঋণ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকা উচিত। শত্রু কোনও প্যাঁচে ফেলতে পারে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাল ফল পাবেন না।
কর্কট রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার কোনও আশঙ্কা নেই। প্রতিযোগিতায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।
মাসের প্রথম ভাগে সিংহ রাশির লোকেদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আসলেও আসতে পারে। বাকি মাসটা ভালই কাটবে। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম ভাগটি দ্বিতীয় ভাগের তুলনায় শুভ।
কন্যা রাশির লোকেদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে মিশ্র ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে শুভ ফল প্রাপ্ত হবে। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ বেশি শুভ।
ফেব্রুয়ারি মাসে তুলা রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল পাবেন।
আরও পড়ুন:
বৃশ্চিক রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা না থাকলেও, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
ঋণ দান বা গ্রহণের ক্ষেত্রে ধনু রাশির লোকেদের বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পূর্ণ সফলতা পাওয়ার সম্ভাবনা কম।
মকর রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে নাজেহাল হওয়ার আশঙ্কা নেই। প্রতিয়োগিতায় অংশগ্রহণ করে ভাল ফল পাবেন।
কুম্ভ রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয় শুভ, অর্থাৎ ঋণ এবং শত্রু নাজেহাল করবে না। প্রতিযোগিতার ক্ষেত্রে মাসের প্রথম ভাগ দ্বিতীয় ভাগের তুলনায় শুভ।
মীন রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।