রকেটের মতো দৌড়বে ইন্টারনেট। প্রযুক্তিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে ফেলল প্রতিবেশী দেশ। বিশ্বের প্রথম দেশ হিসাবে ১০জি নেটওয়ার্ক চালু করল চিন। সে দেশের তথ্যপ্রযুক্তি সংস্থা হুয়াই ও চায়না ইউনিকমের যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করেছে চিন। হেবেইয়ের সুনান কাউন্টিতে চালু করা হয়েছে দ্রুততম ১০জি নেটওয়ার্ক। ১০জি বলতে এখানে ১০ গিগাবিটকে বোঝানো হয়েছে। অর্থাৎ, প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব এই প্রযুক্তিতে। দ্রুত গতির নেটওয়ার্কটির গতিবেগ ৯,৮৩৪ এমবিপিএস। উচ্চ গতির ইন্টারনেট পরিষেবাটি উন্নত ৫০জি প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক প্রযুক্তির মাধ্যমে চলবে বলে জানা গিয়েছে। প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক এমন একটি প্রযুক্তি, যা বর্তমান ফাইবার অপটিক পরিকাঠামোর তুলনায় আরও তাড়াতাড়ি তথ্য আদানপ্রদান করতে সক্ষম।
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ফাইল আপলোডের গতি প্রায় ১,০০৮ এমবিপিএস এবং এর ‘নেটওয়ার্ক ল্যাটেন্সি’ ৩ মিলিসেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। এই গতিতে চোখের নিমেষে ডাউনলোড হয়ে যাবে বড়সড় ফাইলও। ১ জিবিপিএস সংযোগে একটি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা (প্রায় ২০ জিবি আকারের) ডাউনলোড করতে সাধারণত ৭-১০ মিনিট সময় লাগে। নতুন ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই সিনেমা ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হয়েছে। হাই রেজ়োলিউশনের ভিডিয়ো স্ট্রিমিং, উন্নত ক্লাউড কম্পিউটিং এবং ইমারসিভ ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়্যালিটি মতো উচ্চ ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশনগুলির ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দেবে এই অবিশ্বাস্য দ্রুত গতির নেটওয়ার্ক, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।