কপাল ও মুখ দেখে কোন অংশটি সুদর্শন ও উন্নত, কোন অংশ কুদর্শন বা অবনত, কোন রেখা স্পষ্ট, কোন রেখা অস্পষ্ট বা কাটাকুটিযুক্ত তা বোঝা যাবে। তা থেকে জাতিকার শুভাশুভ ফলাফল বলা যেতে পারে।
আসুন দেখে নেওয়া যাক নারীর কপালের কিছু বিশেষ চিহ্ন সম্পর্কে-
১। যে নারীর কপালে ত্রিশূল চিহ্ন থাকে, সে হাজার নারীর ওপর প্রভূত্ব করতে পারে। সে সাধিকার মতো জীবন কাটালেও মিথ্যা দুর্নাম হতে পারে।
২। দীর্ঘ একটি রেখা নাকের উপর থেকে চুলের দিকে গেলে তাকে বলে প্রলম্বিনী রেখা। নারীর কপালে এই রেখা থাকলে দেবরের মৃত্যু হয়। উদরে বা নিতম্বে যদি প্রলম্বিনী থাকে, তবে স্বামীর মৃত্যুর কারক হয়। সেই নারী পরপুরুষে আসক্ত হয়।
৩। নারীর দু’টি ভ্রূ নবোদিত চাঁদের মতো মনোহর ও বহিরাকৃতি, কপাল লোমহীন, অনুন্নত ও অর্ধচন্দ্রাকার হলে তা হয় খুব শুভ। তার দ্বারা সংসারের উন্নতি হয়।
আরও পড়ুন: হাঁটার ধরন দেখে মানুষ চিনুন এই ভাবে
৪। কপালে স্বস্তিকা চিহ্ন থাকলে সে হয় বিত্তশালিনী ও সদাশয়।
৫। নারীর কপাল শিরাহীন, অর্ধচন্দ্রাকার, তিন আঙ্গুল পরিমিত হলে সে স্বামী সেবাপরায়ণ ও সৌভাগ্যবতী ও হয়ে থাকে। সে সধবা অবস্থায় মারা যায়।
৬। কপাল ও পেট দুই-ই লম্বাকার হলে সেই নারীর স্বামী, শ্বশুর ও দেবর মারা যায়।
৭। কপালের উপরে একটা এবং তাকে কেটে অন্য একটা রেখা বা অংশ ‘ক্রশ’ চিহ্ন থাকলে তার স্বামী, শ্বশুর ও দেবরের মৃত্যু হয়।
৮। কপালে মাত্র একটি রেখা এবং স্বস্তিকা চিহ্ন থাকলে তার খুব আধ্যাত্মিক উন্নতি হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy