Advertisement
০৯ নভেম্বর ২০২৪
Kaushiki Amavasya

Amavasya: শুক্রবার কৌশিকী অমাবস্যা, কখন তিথি শুরু, কখন শেষ

হিন্দু শাস্ত্র মতে প্রতি মাসের অমাবস্যার নির্দিষ্ট নাম আছে। ভাদ্র মাসে আসে কৌশিয়ং অমাবস্যা।

কৌশিয়ং অমাবস্যা অশুভ শক্তিকে নাশ করে, শুভ শক্তি প্রতিষ্ঠা করার তিথি।

কৌশিয়ং অমাবস্যা অশুভ শক্তিকে নাশ করে, শুভ শক্তি প্রতিষ্ঠা করার তিথি। ছবি-প্রতীকী

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ১১:৫৯
Share: Save:

সূর্য এবং চন্দ্রের অবস্থানের হিসাবে নির্ণয় করা হয় তিথি। চন্দ্র যখন সূর্যের কাছে চলে আসে (০ ডিগ্রিতে), তখনই হয় অমাবস্যা। জ্যোতির বিজ্ঞানের হিসাবে যা-ই হোক, হিন্দু শাস্ত্র মতে নির্দিষ্ট মাসের অমাবস্যার নির্দিষ্ট নাম আছে। ভাদ্র মাসের অমাবস্যা কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা অশুভ শক্তিকে নাশ করে, শুভ শক্তি প্রতিষ্ঠা করার তিথি। এই তিথিতে দেবী কৌশিকী রূপে অশুরিক শাক্তি নিধন করে শুভ শক্তি প্রতিস্থাপন করেন। এই তিথিতে সাধক বামদেব সিদ্ধিলাভ করেন। ২৬ অগাস্ট, ৯ ভাদ্র, শুক্রবার কৌশিকী অমাবস্যা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

অমাবস্যা তিথি আরাম্ভ

বাংলা– ৯ ভাদ্র, শুক্রবার।

ইংরেজি– ২৬ অগাস্ট, শুক্রবার।

সময়– দিবা ১২টা ২৬ মিনিট।

অমাবস্যার নিশি পালন।

অমাবস্যা তিথি শেষ

বাংলার – ১০ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ২৭ অগাস্ট, শনিবার।

সময়– দিবা ১টা, ৪৭ মিনিট।

কৌশিকী অমাবস্যা।

গুপ্ত প্রেস পঞ্জিকা মতে

অমাবস্যা তিথি আরাম্ভ

বাংলার– ৯ ভাদ্র, শুক্রবার।

ইংরেজি– ২৬ অগাস্ট, শুক্রবার।

সময়– দিবা ১২টা, ১ মিনিট, ১৭ সেকেন্ড।

অমাবস্যার নিশি পালন।

অমাবস্যা তিথি শেষ

বাংলা– ১০ ভাদ্র, শনিবার।

ইংরেজি– ২৭ অগাস্ট শনিবার।

সময়– দিব ১টা, ২৩ মিনিট, ৩১ সেকেন্ড।

অমাবস্যার ব্রতোপবাস, কৌশিকী অমাবস্যা।

অন্য বিষয়গুলি:

Kaushiki Amavasya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE