Advertisement
১৭ সেপ্টেম্বর ২০২৪
Ganesh Chaturthi 2024

জীবনে উন্নতি আনতে গণেশ চতুর্থীর দিন মেনে চলুন সহজ কয়েকটি টোটকা

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় বাড়িতে এই দিন গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এ ছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সঙ্কট দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Tips to follow on Ganesh Chaturthi for bringing good luck

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৪
Share: Save:

৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার শ্রীশ্রী গণেশ চতুর্থী। গণেশ অগ্রপূজ্য দেবতা। অর্থাৎ সকল পুজোর শুরুতে গজাননের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় এই দিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ। এ ছাড়া এই পুজো করলে জীবন থেকে নানা সঙ্কট দূর হয় এবং সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই দিন কিছু সহজ টোটকা পালনের মাধ্যমে আমরা জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারি।

টোটকা

১) এই দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করুন। সম্ভব হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। এর ফলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না।

২) একটা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। প্রথমে চৌকির ওপর কিছুটা গম ও মুগডাল ছড়িয়ে দিন। তার ওপর লাল কাপড় পেতে তাতে গণেশের মুর্তি স্থাপন করুন।

৩) ঠাকুরের আসনটা পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করতে হবে।

৪) মূর্তি স্থাপনের পর মূর্তির দুপাশে একটা করে সুপারি কমলা সিঁদুর মাখিয়ে রাখুন।

৫) সাধ্যমতো নৈবেদ্যর দিন। সঙ্গে ঘি এবং গুড় রাখতে পারলে ভাল হয়। এই প্রসাদ গরুকে খাওয়ান, শুভ ফল পাবেন।

৬) কাজটা কঠিন হলেও, এই দিন যদি হাতিকে সবুজ ঘাস খাওয়ানো যায়, তা হলে জীবন থেকে নানা সঙ্কট দূর হয়।

৭) বাড়িতে যদি বিবাহযোগ্য কেউ থাকেন, তা হলে এই দিন গণেশকে মালপোয়া অর্পণ করুন।

৮) পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে এক গুচ্ছ দূর্বা রাখুন।

৯) গণেশকে মোদক এবং হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন।

১০) গণেশ পুজোর দিন ১০৮ বার গণেশ মন্ত্র পাঠ করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ganesh chaturthi Astrology Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE