Advertisement
১০ অক্টোবর ২০২৪

রবি গ্রহ বিরুদ্ধ হলে কী হয় এবং তার প্রতিকার

রবির ধাতু তাম্র, কেউ কেউ সোনাকেও রবির ধাতু বলেন।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০০:০৫
Share: Save:

জন্মকুণ্ডলীতে রবি বিরুদ্ধ হলে—

শাস্ত্রে আছে রবির রত্ন মানিক্য বা চুনী এবং বিদ্রুম অর্থাৎ প্রবাল বা পলা। কোনও কোনও মতে শান্তির জন্য বৈদুর্য অর্থাৎ লাউসনিয়া বা ক্যাটস আই ব্যবহার করা উচিত।

রবির ধাতু তাম্র, কেউ কেউ সোনাকেও রবির ধাতু বলেন।

রবির উদ্ভিদ বেল, আকন্দ, সূর্যমুখী, গাঁদা, ক্রিসানথেমাম, কুড়, চিরতা, নালতে, নিম প্রভৃতি।

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে, বিরুদ্ধ রবির জন্য দম্পতির মধ্যে বিশেষ বিরোধ বা বিচ্ছেদ হলে বৈদুর্য ধারণে বিশেষ উপকার হয়েছে। এ স্থলে ঝনকক্ষেত্র বৈদুর্য ব্যবহার করা উচিত।

বিরুদ্ধ রবির জন্য স্বাস্থ্যহানি হলে রক্তবর্ণ প্রবাল, চুনী অথবা বিল্বমূল কিংবা কুড় ব্যবহারে উপকার দেখা যায়।

সাংসারিক বা পারিবারিক অশান্তির জন্য সিন্দুরাভ প্রবাল ব্যবহারে উপকার হয়ে থাকে।

বিরুদ্ধ রবির জন্য সাধারণ ভাবে গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদিতে সোনলি, গেরুয়া, হলদে এবং লাল রঙ ব্যবহার করা ভাল।

অন্য বিষয়গুলি:

Rabi রবি গ্রহ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE