Advertisement
০৭ নভেম্বর ২০২৪

শরীরের কোন অংশ কাঁপলে কী ফল হয় জেনে নিন

মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করি যে, আমাদের শরীরের কিছু অংশ হঠাৎ করে কেঁপে উঠে। কখনও চোখ, কখনও কান আবার কখনও হাত। শরীরের এই এক একটি অংশ কাঁপার ফল এক এক রকম হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

মাঝে মধ্যেই আমরা লক্ষ্য করি যে, আমাদের শরীরের কিছু অংশ হঠাৎ করে কেঁপে উঠে। কখনও চোখ, কখনও কান আবার কখনও হাত। শরীরের এই এক একটি অংশ কাঁপার ফল এক এক রকম হয়। অনেকেই বলেন ডান চোখ কাঁপলে খারাপ, বাম চোখ কাঁপলে ভাল ইত্যাদি। শরীরের বিভিন্ন অংশ কাঁপার বিষয়ে নানা মত আমরা শুনে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে শরীরের কোন অংশ কাঁপলে কী ফল হয় তা দেখে নেওয়া যাক।

• দুই চোখ কাঁপলে: যে কোনও বিষয়ে আনুগত্য প্রাপ্তির সম্ভাবনা।

• ডান চোখ কাঁপলে: অর্থ বৃদ্ধি ও বাড়িতে বন্ধু বা আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা।

• ডান চোখের নীচের অংশ কাঁপলে: শরীরের কোনও অংশে যন্ত্রণা হতে পারে।

• বাম চোখ কাঁপলে: যে কোনও ভাবে অর্থ হানি এবং অশান্তি হওয়ার আশঙ্কা।

• চোখের কোণ কাঁপলে: বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: কন্যা রাশির জীবনে কী কী ঘটতে পারে বাংলার নতুন বছরে

• কপাল কাঁপলে: বাসস্থান বৃদ্ধির সম্ভাবনা।

• মাথা কাঁপলে: নতুন জমি পাওয়ার সম্ভাবনা।

• ঠোঁট কাঁপলে: অনেক দিনের পুরনো কোনও ইচ্ছা পূরণ হতে পারে।

• বাম কান কাঁপলে: শরীরের উপরি ভাগের কোনও অংশে যন্ত্রণা হওয়ার আশঙ্কা।

• ডান কান কাঁপলে: বিদ্যালাভ এবং নতুন আত্মীয় হওয়ার সম্ভাবনা।

• দুটো কান এক সঙ্গে কাঁপলে: প্রচুর ধন-সম্পত্তি পাওয়ার যোগ।

• গলা কাঁপলে: ভাল ভোজন প্রাপ্তির যোগ এবং সুখ প্রাপ্তিও হতে পারে।

• জিহ্বা কাঁপলে: নতুন বন্ধু হতে পারে।

• ভ্রু ও নাক কাঁপলে: প্রিয় জনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সম্ভবনা।

অন্য বিষয়গুলি:

body parts Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE