Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
News Of The Day

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সপ্তম শুনানি। ছট পুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা। আর কী কী

সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় বুধবার আরজি কর মামলা ছিল ৩৪ নম্বরে। পরে জানানো হয়, শুনানি হবে বিকেল ৩টে নাগাদ। কিন্তু, বিকেলেও মামলার শুনানি হয়নি।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৭:০৫
Share: Save:

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। তা পিছিয়ে শুনানির দিন ধার্য হয় বুধবার। বলা হয়েছিল, বুধবার সকালে প্রথম মামলা হিসাবে আরজি কর মামলাটিই শুনবে শীর্ষ আদালত। কিন্তু বুধবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসলেও এই মামলা শোনা হয়নি। সুপ্রিম কোর্টের শুনানির তালিকায় বুধবার আরজি কর মামলা ছিল ৩৪ নম্বরে। পরে জানানো হয়, শুনানি হবে বিকেল ৩টে নাগাদ। কিন্তু, বিকেলেও মামলার শুনানি হয়নি। আরজি কর মামলার সপ্তম শুনানি এ ভাবে দু’দিনে তিন বার পিছিয়েছে। বিকেলে প্রধান বিচারপতির বেঞ্চ উঠে যাওয়ার সময় জানায়, আরজি কর মামলার শুনানি হবে আজ। তবে শুনানির সময় নিয়ে আইনজীবীদের মধ্যে একাধিক মতভেদ থাকায় তা নির্দিষ্ট করা যায়নি। প্রধান বিচারপতি প্রথমে জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকালে আরজি কর মামলার শুনানি হবে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, আগামী সপ্তাহে এই শুনানি হলে ভাল হয়। প্রধান বিচারপতি জানান, শুনানি বৃহস্পতিবারই হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এই মামলা শোনার কথা বলেন তিনি। সিব্বল আবার জানান, আজ সকাল সাড়ে ১০টায় শুনানি হোক। এর পরেই শুনানির সময় নিয়ে আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করতে বলেন প্রধান বিচারপতি।

দু’দিনে তিন বার পিছিয়ে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার সপ্তম শুনানি

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। সেই সঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা ছিল। হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী কাজ করেছে, তা-ও বুধবার আদালতে জানানোর কথা ছিল সরকারের। আজ আদালতে এই বিষয়গুলি উঠতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আমেরিকার ঘটনাপ্রবাহ

সব সমীক্ষার ফল মিথ্যা প্রমাণ করে আমেরিকায় ক্ষমতা ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর ২০ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। সেনেট এবং হাউস অফ রিপ্রেজে়ন্টেটিভসেও রিপাবলিকানরা সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় বলা যেতে পারে আরও শক্তি নিয়ে ফিরলেন তিনি। জয় পরাজয় নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির বাগ্‌যুদ্ধ জারি থাকবে। আজ নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ছট পুজোর অনুষ্ঠানে গঙ্গার দুই ঘাটে মুখ্যমন্ত্রী মমতা

আজ ছট পুজোর অনুষ্ঠানে গঙ্গার ঘাট পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দর এলাকার দু’টি ঘাটে যাবেন তিনি। প্রথমে যাবেন দইঘাটে। এর পরে যাবেন তক্তাঘাটে ছট পুজোর অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই ছট পুজোর অনুষ্ঠানে এই দু’টি ঘাটে যান মুখ্যমন্ত্রী। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না। নবান্ন সূত্রে খবর, আজ বিকেল ৩টের সময় এই দু’টি ঘাট পরিদর্শনে যাবেন মমতা। তাঁর সঙ্গে থাকবেন মন্ত্রী ফিরহাদও।

ডাক্তারদের ‘অনুযোগ’ ইমেলের জবাব দেবেন কি মুখ্যসচিব পন্থ

গত ২১ অক্টোবর জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের আলোচনার রেকর্ড লিখিত আকারে জুনিয়র ডাক্তারদের পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সেই রেকর্ড নিয়েই বৈঠকের দু’সপ্তাহ পরে বুধবার অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তারেরা। অভিযোগ, বৈঠকে যা যা আলোচনা হয়েছিল, তার সবটা রেকর্ডে নেই। রেসিডেন্ট ডক্টরস্ অ্যাসোসিয়েশন (আরডিএ) গঠন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছিল রেকর্ডে তার উল্লেখ নেই। এই সংক্রান্ত অনুযোগ জানিয়ে মুখ্যসচিবকে আরও একটি ইমেল করেছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট। পাশাপাশি, ইমেলে মেডিক্যাল কলেজগুলির সুরক্ষাব্যবস্থা, এসটিএফের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক, কলেজ পর্যায়ে একটি করে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠন প্রভৃতি বিষয়ের উল্লেখ করা হয়। ডাক্তারদের এই ইমেলের জবাব মুখ্যসচিব আজ দেন কি না সে দিকে নজর থাকবে।

তাপমাত্রায় হেরফের নেই, বাংলায় শীত কবে আসবে

বাংলায় শীতের কোনও লক্ষণই নেই। কমছে না সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনেও উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও মূলত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামী পাঁচ দিনে দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও এখনই শীতের কোনও আগমন বার্তা দিতে পারছে না হাওয়া অফিস। উত্তরের জেলাগুলিও আগামী কয়েক দিন মূলত শুষ্কই থাকবে।

অন্য বিষয়গুলি:

News of the Day Supreme Court of India US Presidential Election 2024 Winter Chhath Puja 2024 RG Kar Medical College and Hospital Incident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy