—প্রতীকী ছবি।
জীবন আছে মানেই সুখ-দুঃখ, হাসি-কান্না, সমস্যা সঙ্গে থাকবে। এরই মধ্যে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং সব কিছুর সঙ্গেই মানিয়েও নিতে হবে। তবে সমস্যা যত ক্ষণ পর্যন্ত মানিয়ে নেওয়ার মতো থাকে তত ক্ষণই সেটা মানিয়ে চলা সম্ভব হয়। সমস্যা অতিরিক্ত বেড়ে গেলে তার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে। এই উপায়গুলো করতে পারলে জীবনে নানা দিক থেকে সঙ্কট মুক্ত হওয়া যাবে।
উপায়
১) জীবনে যদি হঠাৎ করেই নানা সঙ্কটের সম্মুখীন হতে হয় এবং সেটি যদি বহু দিন ধরে চলতেই থাকে, সে রকম অবস্থায় যে কোনও শনিবার বা মঙ্গলবার একটা দেশলাইয়ের বাক্স হনুমানজীর মন্দিরে গিয়ে রেখে আসুন। তবে এটা রাখার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায়। এটিকে বলা হয় গুপ্তদান। পর পর সাতটা শনিবার অথবা মঙ্গলবার এই কাজ করতে পারলে জীবনের নানা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
২) কোনও কাজই কিছুতেই সম্পন্ন হচ্ছে না, যা কিছু করতে চাইছেন, তাতেই ব্যর্থতা আসছে। এই অবস্থায় যে কোনও শনিবার কলাগাছে নীল রঙের সুতো দিয়ে সাতটা গিট দিয়ে বেঁধে দিন।
৩) নিজের ভেতরে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পাচ্ছে? কথায় কথায় রেগে যাচ্ছেন? সেই ক্ষেত্রে যে কোনও মন্দিরে গিয়ে সেই মন্দিরে থাকা ঘণ্টা বাজান এবং বাজানোর পর তৎক্ষণাৎ সেই ঘণ্টার নীচ থেকে সরে না গিয়ে অন্তত ৩০ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকুন, তার পর অন্যত্র যান।
৪) বাড়িতে ঝগড়া-ঝামেলা খুব বেশি হচ্ছে বা বাড়ির আর্থিক দিকটায় অবনতি আসছে, সেই ক্ষেত্রে একটা লাল কাপড়ে কিছুটা নুন বেঁধে একটা পুঁটলি তৈরি করে নিয়ে সেটা বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy