Advertisement
২১ নভেম্বর ২০২৪
Vastu Tips

বিছানায় বসে খাবার খান? এর ফলে বাস্তুর কী ক্ষতি হয় জানেন?

জ্যোতিষশাস্ত্রে বিছানা নিয়ে বিশেষ কিছু মতামত রয়েছে। এমন অনেক কাজ রয়েছে যা বিছানায় বসে করতে নেই।

According to vastu Shastra, these six things you should avoid doing in bed

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১১:৫০
Share: Save:

আমাদের সারা দিনের ক্লান্তির অবসান ঘটে বিছানায়। দিনের শেষে সব কাজকর্ম মিটিয়ে বিছানায় শোওয়ার পর মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানেই। তবে জ্যোতিষশাস্ত্রে বিছানা নিয়ে বিশেষ কিছু মতামত রয়েছে। এমন অনেক কাজ রয়েছে যা বিছানায় বসে করতে নেই। এতে আমাদের জীবনে নেমে আসতে পারে দারিদ্রের ছায়া। এ ছাড়াও এই সব কাজ বিছানায় করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং এর ফলে সংসারের সুখশান্তি নষ্ট হয়।

দেখে নেব কোন কোন কোন কাজ বিছানায় করতে নেই:

১) সবার প্রথমেই যা মানতে হবে তা হল, বিছানায় বসে কখনওই কোনও প্রকার খাবার খাওয়া যাবে না। অনেকেই বিছানায় বসে খাবার খেয়ে থাকেন। বিছানায় বসে খাবার খাওয়া মা লক্ষ্মী একেবারেই সহ্য করতে পারেন না।

২) অনেকে বিছানায় বসে খাবার খাওয়ার পর বিছানার নীচেই এঁটো বাসন রেখে ঘুমিয়ে পড়েন। এর ফলে বাস্তুদোষ সৃষ্টি হয়।

৩) অনেকের বাড়িতে যখন আত্মীয়স্বজন বেড়াতে আসেন, তখন তাঁদের বিছানায় বসতে দেওয়া হয়। এই কাজটি করা একেবারেই উচিত নয়।

৪) বিছানার নীচে ঝাঁটা বা জুতো রাখবেন না।

৫) অনেকেই রাতে মাথার কাছে জলের বোতল রেখে ঘুমোন। এর ফলে রাত‌ে জল তেষ্টা পেলে সুবিধা হয়। তবে এই কাজটি করা উচিত নয়। জলের বোতল মাথার থেকে একটু দূরে রেখে তবেই ঘুমোতে যান।

৬) বিছানার উপর কোনও ধারালো জিনিস রাখতে নেই। এর ফলে সম্পর্কে ছেদ আসে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy