নতুন বছরে গুরুত্বপূর্ণ চারটি ধীর গতির গ্রহ রাশি পরিবর্তন করবে। শনি, বৃহস্পতি এবং রাহু-কেতু নিজেদের রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যাবে। শনি মার্চেই রাশি পরিবর্তন করেছে। গ্রহের রাশি পরিবর্তনের ফলে নানা বিষয়ের উপর প্রভাব পড়ে। এরই সঙ্গে মন এবং সম্পর্কের উপরেও প্রভাব পড়ে। গ্রহের অবস্থান এবং প্রভাব অনুযায়ী বাংলা নতুন বছরে কোন রাশির জাতকেরা বন্ধুত্ব এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোন রাশি অশুভ ফল পাবেন জেনে নিন।
মেষ রাশি: ১৪৩২-এ মেষ রাশির প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা খুবই কম। যাঁরা সম্পর্কের মধ্যে আছেন, তাঁরা সম্পর্ক সুস্থ ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেতনতা অবলম্বন করুন।
বৃষ রাশি: বৃষ রাশির ব্যক্তিরা দীর্ঘ সময়, কমবেশি দেড় বছর প্রেমের ক্ষেত্রে অশুভ সময় কাটিয়েছেন। বাংলা নতুন বছরের প্রথম দু’মাসের পর প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে ভাল ফল পাওয়া শুরু করবেন।
মিথুন রাশি: ১৪৩২-এ মিথুন রাশি প্রেমের ক্ষেত্রে মে মাসের পর থেকে খুবই শুভ ফল পাবেন। বন্ধুত্ব প্রেমে পরিবর্তিত হতে পারে, প্রেম পূর্ণতা পেতে পারে।
কর্কট রাশি: কর্কট রাশির জন্য প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সিংহ রাশি: মে মাসের পর থেকে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতকেরা শুভ ফল পাবেন।
কন্যা রাশি: কন্যা রাশির ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, অশুভ বলা যায় না।
তুলা রাশি: ১৪৩২-এ তুলা রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে সাবধান থাকুন।
বৃশ্চিক রাশি: প্রেমের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
ধনু রাশি: বাংলা নতুন বছরে প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
মকর রাশি: বছর শুরুর প্রথম দু’মাস শুভ ফল পেলেও, পরবর্তী সময়ে তেমন উল্লেখযোগ্য শুভ পরিবর্তনের সম্ভাবনা নেই।
কুম্ভ রাশি: প্রেমের ক্ষেত্রে বাংলা নতুন বছরের প্রথম দু’মাস বাদ দিলে, পরবর্তী সময়ে খুবই শুভ পরিবর্তন আসবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।
মীন রাশি: বাংলা নতুন বছরে প্রেম ও বন্ধুত্বের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।