Advertisement
০৭ নভেম্বর ২০২৪

১৪২৬ সন মেষ লগ্নের জাতক-জাতিকার কেমন যেতে পারে

মানুষ নতুন বর্ষবরণের উৎসবের সঙ্গে সঙ্গে পরিকল্পনা করে নেয় যে, আগামী দিনগুলোতে তার কী কী করণীয়। সঙ্গে অপার কৌতুহল, নতুন বছর তার ঝুলিতে বার্তা রয়েছে।

অলঙ্করণ: তিয়াসা দাস।

অলঙ্করণ: তিয়াসা দাস।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

মানুষ নতুন বর্ষবরণের উৎসবের সঙ্গে সঙ্গে পরিকল্পনা করে নেয় যে, আগামী দিনগুলোতে তার কী কী করণীয়। সঙ্গে অপার কৌতুহল, নতুন বছর তার ঝুলিতে বার্তা রয়েছে। আসুন দেখে নেওয়া যাক আপনার লগ্ন অনুসারে ১৪২৬ সন আপনার জন্য কী বার্তা নিয়ে আসছে:

মেষ লগ্ন: মঙ্গলের প্রভাব যুক্ত এই রাশিটির এই বছর অর্থভাগ্য শুভ। বহু দিনের সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদের নিষ্পত্তি হতে পারে। পত্নীর ভাগ্যে কিছু ধন-সম্পদ লাভের যোগ দৃষ্ট হয়। মনের কোনও বিশেষ আকাঙ্খা পূরণ হতে পারে। কর্মপ্রার্থীদের এই বছর কর্মলাভের যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশ যেতে হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির আশা প্রবল। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি লাভের যোগ রয়েছে। আলস্য ত্যাগ করে উদ্যোগী হলে বিদ্যাচর্চা ও পরীক্ষায় সাফল্য লাভ সম্ভব হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে। ভ্রাতৃসম কোনও বন্ধুর শারীরিক অসুস্থতার কারণে এই লগ্নের জাতকের মানসিক ক্লেশ হতে পারে। তবে বন্ধুর দ্বারা কিছু উপকার হবে। বিবাহ যোগও রয়েছে। পত্নীর স্বাস্থ্য ও নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। একগুঁয়েমি পরিত্যাগ করতে পারলে জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি ঘটবে না। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। তবে তাদের বিদ্যাচর্চায় আগ্রহের অভাব দেখা দেবে। তবে পরীক্ষার ফল খুব খারাপ হবে না। পিতার স্বাস্থ্য ভাল থাকবে। মাতার স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। শত্রুরা নানা ভাবে ক্ষতির চেষ্টা করলেও সফল হবে না। ধর্ম-কর্মে বাধার আশঙ্কা থাকলেও উদ্যোগী হয়ে ব্রতী হলে সুফল লাভ সম্ভব।

আরও পড়ুন: জন্মতারিখ বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (শেষ অংশ)

প্রতিকার: ইষ্টমন্ত্র জপ সর্বাধিক শুভ ফলদায়ক হবে। নবগ্রহ কবচ ধারণে অধিক ফল পাওয়া যাবে। রক্ত প্রবাল, পীত পোখরাজ, রক্তমুখী নীলা, ক্যাটস্ আই ধারণেও অশুভের বিনাশ হবে। অনন্তমূল, বামনহাটির মূল, শ্বেতবেড়েলার মূল ও অশ্বগন্ধার মূল ধারণে কিঞ্চিৎ উপকার হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE