দোলের দিনে ধর্ষণ! মহিলার অভিযোগের ভিত্তিতে কোচবিহারে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। শাশুড়ি ও নাবালক পুত্রকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। অভিযোগ, দোলের দিন চার যুবক বাড়িতে এসে তাঁকে জোর করে রং লাগানোর চেষ্টা করেন। মহিলা বাধা দিলেও তাঁরা শোনেননি। এর পর ওই চার জন মিলে মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ মহিলার।
মহিলা পুলিশকে জানিয়েছন, বাড়িতে স্বামী না থাকার কারণে অভিযোগ জানাতে দেরি হয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী বাড়ি আসার পরেই। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ‘‘২৪ মার্চ একটি অভিযোগ দায়ের হয়েছে। এক মহিলা অভিযোগ করেছেন, গত ১৫ মার্চ তাঁকে চার যুবক ধর্ষণ করেছে। এই ঘটনায় ইতিমধ্যে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। এক জনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।’’