বর্তমান যুগে আর্থিক মাপকাঠি জীবন ধারণের এক অপরিহার্য বিষয়। সুখ-স্বাচ্ছন্দ্য প্রভৃতির অনেকটাই নির্ভর করছে আর্থিক সচ্ছলতার উপর। কারও কারও আর্থিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থার পরিবর্তন সম্ভব নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে।
আসুন দেখে নেওয়া যাক আর্থিক উন্নতির জন্য কী কী করবেন -
১। প্রত্যেক বৃহস্পতিবার তুলসী চারার ওপর দুধ ঢালুন।
২। খাওয়ার আগে কিছু খাবার পশু, পাখিদের জন্য সরিয়ে রাখুন।
৩। বামুনহাটি মূল কাপড়ে জড়িয়ে তামার কবজে ভরে ধারণ করুন।
৪। শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাড়িতে হোম আহুতি দিলে এই ক্ষেত্রে শুভ ফল লাভ হয়।
৫। প্রত্যহ গণেশ ও লক্ষীর মন্ত্র জপ করুন।
৬। শাস্ত্রমতে পূজা করে ধনদা কবচ ধারণ করুন হোম যজ্ঞ সহ।
৭। আলমারি ঘরের উত্তর দিকে রাখুন।
৮। প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মীদেবীর ঘট পাতুন।
৯। বছরে অন্তত একবার বাড়িতে যজ্ঞ করান।
১০। ক্যাশ বাক্সে কুবের যন্ত্র স্থাপন করুন।
১১। বাড়িতে পূজা পাঠ করে শ্রী-যন্ত্র স্থাপন করুন।
১২। যে কোনও শুভক্ষণে ধনবৃদ্ধি কারী কড়ি হলুদ বেঁধে ধনস্থানে রেখে দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy