Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বিধি মেনে দান করুন

রবি সপ্তমে বা অষ্টমে থাকলে সকাল ও সন্ধ্যার সময় দান করা উচিত নয়। নবমে শুক্র থাকলে গরীব বাচ্চাদের বা অনাথ আশ্রমে দান করা উচিত নয়।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ০৪:০০
Share: Save:

দান করার কিছু নিয়ম কানুন রয়েছে। দান করার সময় এই সব বিধিগুলি অবশ্যই মেনে চলা উচিত।

১। দান করার সময় মুখ থাকবে পূর্ব দিকে।

২। কোনও গ্রহ তুঙ্গে বা শক্তিশালী থাকলে সেই গ্রহের নির্দেশিত দান দেওয়া এবং কোনও গ্রহ নীচস্থ থাকলে সেই গ্রহের নির্দেশিত দান নেওয়া উচিত নয়।

৩। চন্দ্র যদি ষষ্ঠে থাকে, সমাজের জন্য পুকুর, জলছত্র বা জল দান করা উচিত নয়।

৪। অষ্টমে বা নবমে শনি থাকলে জাতকের ধর্মশালায় দান করা উচিত নয়।

৫। দশম ঘরে বৃহস্পতি বা চতুর্থ ঘরে চন্দ্র থাকলে মন্দির বা মসজিদে সাহায্য করা উচিত নয়।

৬। নবমে শুক্র থাকলে গরীব বাচ্চাদের বা অনাথ আশ্রমে দান করা উচিত নয়।

৭। সপ্তমে বৃহস্পতি থাকলে সাধু-সন্ত বা ঠাকুরমশাই বা ধর্মস্থানে নতুন বস্ত্র দেওয়া উচিত নয়।

৮। রবি সপ্তমে বা অষ্টমে থাকলে সকাল ও সন্ধ্যার সময় দান করা উচিত নয়।

৯। আমরা কোথাও বেড়াতে গেলে পরিচিতদের জন্য ঠাকুরের ছবি উপহার হিসাবে নিয়ে আসি। কাউকে উপহার স্বরূপ ঠাকুরের ছবি দেওয়া উচিত নয়। এই নিয়মটি সব মানুষের জন্যই প্রযোজ্য।

অন্য বিষয়গুলি:

donation astrology দান fate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE