Advertisement
০৬ নভেম্বর ২০২৪

মণিবন্ধ রেখার মাধ্যমে ভাগ্য জানুন

মণিবন্ধ রেখা কোনও ব্যক্তির জীবনে পারিবারিক স্থিতি, প্রগতি, গৃহ-কর্ম, কার্যক্ষেত্র প্রভৃতি ক্ষেত্রের অবস্থান নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মণিবন্ধ রেখার গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত মহত্বপূর্ণ এবং সংবেদনশীল।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০৪:০০
Share: Save:

মণিবন্ধ রেখা থেকে জাতক-জাতিকা-জাতিকার জীবনের ভবিষ্যৎবাণী বহুলাংশে সঠিক হয়। মণিবন্ধ রেখা ব্যক্তির জীবনে হস্তরেখা ব্যতীত তার পারিবারিক স্থিতি, প্রগতি, গৃহ-কর্ম, কার্যক্ষেত্র প্রভৃতি ক্ষেত্রের অবস্থান নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ব্যক্তির জন্মকুণ্ডলী বিচারেও ব্যক্তির মণিবন্ধ বা মণিবন্ধ রেখা বিচারের প্রয়োজন আছে। এই সব কারণে মণিবন্ধ রেখার গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত মহত্বপূর্ণ এবং সংবেদনশীল।
১। মণিবন্ধ থেকে বহির্ভূত রেখা যদি ত্রিভুজাকৃতি ধারণ করে তাহলে জাতক-জাতিকা নীতিবাদী ও গুপ্ত বিদ্যার অধিকারী হয়ে থাকে। এই ধরনের রেখা সম্বলিত ব্যক্তি একাধিক বাড়ির মালিক হয়ে থাকে।
২। মণিবন্ধ থেকে উদ্ধত হয়ে কোনও রেখা যদি নীচের দিকে যায় তবে তাকে শুভ হিসাবে বিবেচিত করা হয় না।
৩। যদি কোনও পুরুষের হস্তে শৃঙ্খলাকার মণিবন্ধ রেখা থাকে তবে তা পূর্ণ শুভ ফল প্রদান করে না। এই ক্ষেত্রে পুরুষ যতটা পরিশ্রম করে সেই অনুরূপ ফল প্রাপ্ত হয় না। কিন্তু এই ধরনের শৃঙ্খলাকার রেখা যদি স্ত্রী হস্তে থাকে তাহলে বৈবাহিক জীবন অত্যন্ত ব্যতিব্যস্ত হয়, তাদের অপযশও হয়ে থাকে, এমনকি তারা দ্বিতীয় কোনও সম্পর্কে আবদ্ধ হতে পারে।
৪। মণিবন্ধ থেকে উৎসারিত হয়ে যদি দুটি রেখা বুধ পর্বতাভি মুখে যায় তাহলে সেই ব্যক্তি সফল ও খ্যাতনামা উদ্যোগপতি হয়ে থাকে।
৫। যদি তিনটি মণিবন্ধ রেখার এক অথবা দুই স্থান খণ্ডিত হয়ে থাকে তাহলে জাতক-জাতিকা স্বীয় অভিমানের কারণে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়।
৬। মণিবন্ধ হতে উৎপন্ন কোনও রেখা যদি রাহুর ক্ষেত্রের দিকে প্রসারিত থাকে তাহলে জাতকের জীবন সদা সংঘর্ষময় হয়ে থাকে। জাতক-জাতিকা সংঘর্ষের মধ্য দিয়ে সাফল্য লাভ করে।
৭। মণিবন্ধ থেকে উদ্ভূত কোনও রেখা যদি শুক্র পর্বতাভিমুখে যায় তবে ব্যক্তির প্রণয় সম্বন্ধ অত্যন্ত খোলামেলা হয়।
৮। মণিবন্ধ হতে উদ্ভূত কোনও রেখা যদি শনির পর্বতে প্রসারিত থাকে এবং মস্তিষ্ক রেখা বক্র থাকে তাহলে ব্যক্তি মহা চোর হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE