মানুষের কপাল জীবনের আয়নার মতো। কপালের রেখা দেখে জীবনের সুখ, দুঃখ এবং আয়ু সহ অন্যান্য বিষয়ের শুভা অশুভ দিক গুলির ধারনা পাওয়া যায়।
আসুন এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্র কী বলছে দেখে নেওয়া যাক -
১। ললাটে একটাও রেখা না থাকলে ৪০ বৎসর আয়ু হয়।
২। ললাটে ছিন্নভিন্ন টুকরো রেখা থাকলে অপমৃত্যু হয়।
৩। ললাটে একটি রেখা থাকলে ২০ বৎসর ও তিনটি রেখা থাকলে ৪০ বৎসর আয়ু হয়।
৪। ললাটে মাঝখান থেকে দুটি, পাশে যদি আগাগোড়া দুটি লম্বা রেখা থাকে তাহলে ১ বৎসর আয়ু হয়।
৫। ললাটে দুটি বড় রেখা থাকলে ৭০, তিনটি বড় রেখা থাকলে ৬০ বৎসর আয়ু হয়।
৬। ললাটে মাঝখানে কিছু স্পষ্ট ও কিছু অস্পষ্ট রেখা থাকলে তার ৪০ বৎসর আয়ু হয়।
৭। ললাটে রেখা যদি উপরে কেশ পর্যন্ত বিস্তৃত হয় তাহলে জাতক জাতিকার ৮০ বৎসর পরমায়ু হয়ে থাকে।
৮। ললাটের ঠিক মাঝখানে তিনটি বা চারটি অভগ্ন রেখা থাকলে সে রাজা বা রাজতুল্য হয়। আবার কোনও রেখা ঝিনুকের মতো হলে সেই ব্যক্তি ভাল অধ্যাপক হয়।
৯। ললাটে বৃত্তাকার কোনও রেখা মাঝখানে থাকলে তা ধন নাশের নির্দেশ করে।
১০। ললাটে যদি ৫,৬,৭ টি রেখা থাকে তাহলে ওই ব্যক্তির ৫০ বছর আয়ু হয়।
১১। কপালে রবি থেকে থেকে চন্দ্র পর্যন্ত দুটি ভ্রুর উপরে টানা অর্ধচন্দ্র ধরণের রেখা অতি সৌভাগ্যের নির্দেশ করে।
১২। যার কপাল উন্নত শঙ্খাকৃতি অর্ধচন্দ্রাকার হয় সেই ব্যক্তি ধনী হয়।
১৩। ললাটে অনেক শিরা থাকলে সে নানা পাপকার্য করে থাকে।
১৪। ললাটে ত্রিশূলাকার চিহ্ন থাকলে সেই ব্যক্তি ধনী হয় ও ১০০ বৎসর আয়ু হয়।
১৫। ধনুক চিহ্ন থাকলে ভাল প্রেমিক হয়।
১৬। ললাট অর্ধচন্দ্রাকার, লোম বিহীন হলে সে রাজার মতো জীবন কাটায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy