যুগ যুগ ধরে এই সমাজে যেমন মানুষ জন্ম নিয়েছে, আবার মানুষরূপী অমানুষও জন্ম নিয়েছে। সবল সর্বদা দুর্বলের উপর অত্যাচার করেছে। যুগের পর যুগ ধরে স্বার্থপর, ক্ষমতা লোভী, অর্থ পিপাসুদের মনে সব সময় শত্রু মনোভাব সৃষ্টি হয়ে চলেছে। দিনের পর দিন অশুভ মানুষ নিজ স্বার্থ সিদ্ধির জন্য অশুভ প্রয়াস চালিয়ে যাচ্ছে।
শত্রুর মোকাবিলার জন্য জ্যোতিষ শাস্ত্র কী বলছে দেখে নেওয়া যাক -
১। কারও ক্ষতি করবেন না।
২। গোল্ডেন ক্যাটস আই ধারণ করুন।
৩। রূপার তৈরি মাছ বানিয়ে বালিশের নিচে রেখে দিন।
৪। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে হনুমান চল্লিশা পাঠ করুন।
৫। সাতটি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে কালো সুতোতে গেঁথে শনিবার প্রধান দরজার বাইরে ঝুলিয়ে রাখুন।
৬। স্টিলের প্রদীপে সরিষার তেল দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে জ্বালাবেন। প্রদীপের নিচে সামান্য মাসকলাই দিন। এই ভাবে ১১ দিন জ্বালান।
৭। প্রতি মঙ্গলবার ১০৮ টি আটার গুলি বানিয়ে পুকুরে মাছকে খাওয়ান।
৮। প্রতি শনিবার পারদের শিব লিঙ্গকে সরিষার তেল ও কালো তিল দ্বারা অভিষেক করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy