Advertisement
০৬ নভেম্বর ২০২৪

অশুভ গ্রহের ফলাফল গুলি জেনে নিন

মঙ্গল অশুভ হলে জাতক বা জাতিকার মধ্যে কুটিলতা ও নির্দয় ভাব দেখা যায়। নানা রোগ, আঘাত, রক্তপাত, দুর্বলতা ও রক্তচাপের প্রবণতা বাড়ে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়ে থাকে। 

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share: Save:

আমাদের প্রত্যেকের গ্রহ সম্বন্ধে কিছু প্রাথমিক জ্ঞান থাকা উচিত। গ্রহ নিচস্থ হলে কী কী অসুবিধা হতে পারে তা স্বল্প কথায় দেখে নেওয়া যাক -
রবি অশুভ হলে -
সব কাজে দুর্বলতা, সাফল্য ও খ্যাতিতে বাধা আসে। অশুভ কাজে স্পৃহা, দারিদ্র্যতা, দীনতা, হীনতা, সব কাজে খুঁতখুঁতে ভাব দেখা যায়।
চন্দ্র অশুভ হলে -
জাতকের মধ্যে একাগ্রতার অভাব দেখা দেয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে। কোনও বিষয়ে দুশ্চিন্তা বাড়ে। দুর্বল মনোবৃত্তির হয়ে থাকে।
মঙ্গল অশুভ হলে -
জাতক-জাতিকার মধ্যে কুটিলতা, নির্দয় ভাব দেখা যায়। নানা রোগ, আঘাত, রক্তপাত, দুর্বলতা ও রক্তচাপের প্রবণতা বাড়ে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়ে থাকে।
বুধ অশুভ হলে -
বাচাল, অশুভ কাজে লিপ্ত হওয়া, অস্থির, কুটিল এদের প্রকৃতি হয়ে থাকে।
বৃহস্পতি অশুভ হলে -
উন্নতিতে বাধা আসে। স্ত্রী লোক দ্বারা প্রতারিত হতে পারেন। মিথ্যা অপবাদ ও কলঙ্ক জুটতে পারে।
শুক্র অশুভ হলে -
জাতকের মন অশুভ কামনা, যৌন সম্পর্কে ব্যাকুলতা, বাচালতার পরিমাণ বাড়ে। কু-স্থানে গমন, কু-ইচ্ছা, বিকৃত যৌনবোধের প্রবণতা বাড়ে।
শনি অশুভ হলে -
জাতকের মধ্যে শোক, দুঃখ, দারিদ্র্য, হিংসা, সন্দেহ, দীনতার পরিমাণ বাড়ে। অগ্নিভয় দেখা দেয়। বাস্তু ত্যাগ করতে হতে পারে।
রাহু অশুভ হলে -
শত্রু দ্বারা পরাজয়, সম্পত্তি নাশ, অর্থনাশ, ক্ষয়ক্ষতি, অধিক নারী গমন, কপটতা, ঝগড়া-বিবাদ, মামলা ও আঘাত প্রাপ্তি হয়ে থাকে।
কেতু অশুভ হলে -
কালো বেঁটে অঙ্গহীন মানুষের দ্বারা ক্ষতি, সম্পদ নাশ, অর্থ ক্ষতি, পতন ভয়, দংশন ভয়, নিম্নাঙ্গের রোগ হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE