Advertisement
০২ নভেম্বর ২০২৪

চাকরির ইন্টারভিউয়ে যান রাশি অনুসারে শুভ রং পরে

বহু জাতক-জাতিকা কোষ্ঠীতে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে বহু চেষ্টা করেও চাকরি পান না। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে রাশি অনুসারে কোন রং ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় দেখে নেওয়া যাক—

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১০:০৯
Share: Save:

দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর বহু ছাত্র-ছাত্রী ভাল নম্বর পেয়ে পাস করে কলেজ থেকে বেরিয়েও চাকরি পাচ্ছেন না। কেউ চাকরি না পেয়ে বসে আছে। কারও আবার চাকরি চলে গিয়েছে। নানা চেষ্টা করেও আর নতুন চাকরি পাচ্ছেন না। আসলে বহু জাতক-জাতিকা কোষ্ঠীতে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে বহু চেষ্টা করেও চাকরি পান না। চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে রাশি অনুসারে কোন রং ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় দেখে নেওয়া যাক—

মেষ আকাশী

বৃষ গাঢ় নীল

মিথুন হলুদ অথবা মেরুন

কর্কট মেরুন

সিংহ স্টিল

কন্যা সাদা অথবা সবুজ

তুলা সাদা

বৃশ্চিক পিঙ্ক অথবা লাল

ধনু সবুজ অথবা স্টিল

মকর সাদা অথবা স্টিল

কুম্ভ হলুদ অথবা মেরুন

মীন হলুদ

* সবশেষে বলি কর্মফলের ওপরও চাকরি পাওয়া বা না পাওয়া নির্ভর করে থাকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE