০৭
১৭
ভারতে এসে মডেলিংয়ের দুনিয়ায় ধীরে ধীরে নিজের জায়গা করে নেন ইয়ানা।
০৮
১৭
২০০২ সালে বলিউডে আত্মপ্রকাশ ইয়ানার। ‘দম’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ‘বাবুজি জারা ধীরে চলো’ গানের দৃশ্যায়নে।
০৯
১৭
তবে বলিউডে কোনও দিন নায়িকা হয়ে উঠতে পারেননি তিনি। তাঁর পারফরম্যান্স সীমাবদ্ধ ছিল আইটেম ডান্সের মধ্যেই।
১০
১৭
‘রাখত’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘চলো দিল্লি’, ‘মার্ডার টু’, ‘দশেরা’-সহ বিভিন্ন ছবিতে আইটেম ডান্সে পারফর্ম করেছেন তিনি।
১১
১৭
বড় পর্দার পাশাপাশি তিনি কাজ করেছেন টেলিভিশনেও।
১২
১৭
‘ঝলক দিখলা যা’ ডান্স রিয়্যালিটি শো-এর চতুর্থ মরসুমে তিনি সেকেন্ড রানার আপ হয়েছিলেন।
১৩
১৭
সে বার ফার্স্ট রানার আপ হয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। জয়ী হন মেইয়াং চ্যাং।
১৪
১৭
কিন্তু টেলিভিশন বা বড় পর্দা, কোনও মাধ্যমেই জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে পৌঁছতে পারেননি তিনি।
১৫
১৭
প্রত্যাশিত জায়গা না পেয়ে ইয়ানা ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। এখন তাঁকে অভিনয় এবং নাচ, কোনও মাধ্যমেই দেখা যায় না।
১৬
১৭
সোশ্যাল মিডিয়াতেও ইয়ানা খুব একটা সক্রিয় নন।
১৭
১৭
নিজের সময়ের তুলনায় এগিয়ে থাকা, খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে স্বচ্ছন্দ এই নায়িকা এখন নাকি মন দিয়েছেন যোগচর্চায়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)