তাঁর অভিনয়-দক্ষতা প্রশ্নাতীত। কিন্তু তিনি যে কতটা দায়িত্বশীল বাবা, তা এ বার বোঝালেন অজয় দেবগণ। স্পষ্ট জানিয়ে দিলেন, এমন কোনও ছবি তিনি করবেন না, যা তাঁর সন্তানরা দেখতে পারবে না। ‘রাস্কেলস’-এর মতো ছবির উদাহরণ টেনে অজয় বলেছেন, এমন ছবি করার কোনও অর্থই নেই। সেন্সর বোর্ডের কাঁচি নিয়ে তাঁর কিছু বলার নেই। কিন্তু সোজা প্রশ্ন, ‘এমন ছবি কেন করব যা আমার পরিবারকে নিয়ে দেখতে পারব না?’ ফলে অ্যাডাল্ট কমেডি এবং হরর— এই দুই ধরনের ছবি করা থেকে এখন বহু দূরে থাকছেন অজয়। ভয়ের ছবির ক্ষেত্রে অজয়ের যুক্তি, এমনিতেই ভাল ভয়ের সিনেমা তৈরি করা বেশ কঠিন কাজ। তার উপর বলিউডে এই সব ছবি তৈরির জন্য বড় বাজেট থাকে না। অজয় অভিনীত ‘দৃশ্যম’ ইতিমধ্যেই বক্স অফিসে ভাল সাড়া ফেলেছে। আপাতত ‘বাদশাহ’, এবং ‘সনস অফ সর্দার’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অজয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy