Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Raj Kundra

Puneet Kaur: ভিডিয়ো দেখে যোগাযোগ করেছিলেন রাজ, প্রবাসী ভারতীয় পুনীত আদতে চিকিৎসার ছাত্রী

বয়স ২৪। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পুনীত ছোটবেলা থেকেই পোশাক, সাজগোজ নিয়ে আগ্রহী। ইউটিউবে তাঁর ভিডিয়োর বিষয়বস্তু মূলত জীবনধারাই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৭:১৫
Share: Save:
০১ ১৬
প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয়ের জন্য রাজ কুন্দ্রা সরাসরি যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। ইউটিউবার পুনীত কউর আসলে এক জন চিকিৎসার ছাত্রী।

প্রাপ্তবয়স্কদের ছবিতে অভিনয়ের জন্য রাজ কুন্দ্রা সরাসরি যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। ইউটিউবার পুনীত কউর আসলে এক জন চিকিৎসার ছাত্রী।

০২ ১৬
পর্ন ছবি বানানোর অভিযোগে সোমবার গ্রেফতার হন রাজ। তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রামে রাজের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা জানিয়েছিলেন পুনীত। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘এই লোকটা আমার সঙ্গেও যোগাযোগ করেছিল! ইউটিউবে সরাসরি আমাকে মেসেজ পাঠিয়েছিল রাজ। আমি ভাবতেই পারছি না এ ভাবে মেয়েদের অভিনয়ের লোভ দেখিয়ে পর্ন ছবির দুনিয়ায় টেনে নামাচ্ছিল ও!’

পর্ন ছবি বানানোর অভিযোগে সোমবার গ্রেফতার হন রাজ। তার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের ইনস্টাগ্রামে রাজের কাছ থেকে পাওয়া প্রস্তাবের কথা জানিয়েছিলেন পুনীত। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘এই লোকটা আমার সঙ্গেও যোগাযোগ করেছিল! ইউটিউবে সরাসরি আমাকে মেসেজ পাঠিয়েছিল রাজ। আমি ভাবতেই পারছি না এ ভাবে মেয়েদের অভিনয়ের লোভ দেখিয়ে পর্ন ছবির দুনিয়ায় টেনে নামাচ্ছিল ও!’

০৩ ১৬
রাজের গ্রেফতারির খবরে যে তিনি বেশ বিরক্ত এবং ভীত তা পুনীতের ইনস্টাগ্রামের স্টোরির বয়ানেই স্পষ্ট। পুনীত লিখেছিলেন, ‘আমি নির্ঘাত মরব এ বার! এই লোকটা আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। তথন ভেবেছিলাম রাজ কুন্দ্রার অ্যকাউন্ট বোধ হয় হ্যাক করা হয়েছে। এখন দেখছি ব্যাপারটা তা নয়। আর ভাবতে পারছি না...উফফফ!! জেলে পচে মরো রাজ কুন্দ্রা!’

রাজের গ্রেফতারির খবরে যে তিনি বেশ বিরক্ত এবং ভীত তা পুনীতের ইনস্টাগ্রামের স্টোরির বয়ানেই স্পষ্ট। পুনীত লিখেছিলেন, ‘আমি নির্ঘাত মরব এ বার! এই লোকটা আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। তথন ভেবেছিলাম রাজ কুন্দ্রার অ্যকাউন্ট বোধ হয় হ্যাক করা হয়েছে। এখন দেখছি ব্যাপারটা তা নয়। আর ভাবতে পারছি না...উফফফ!! জেলে পচে মরো রাজ কুন্দ্রা!’

০৪ ১৬
পুনীত জন্মসূত্রে ভারতীয় হলেও প্রবাসী। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায়।

পুনীত জন্মসূত্রে ভারতীয় হলেও প্রবাসী। তাঁর জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায়।

০৫ ১৬
বাবা-মা দু’জনেই পঞ্জাবের মানুষ। পুনীত এখন আমেরিকায় থাকেন দুই ভাই, মা এবং তাঁর দিদার সঙ্গে।

বাবা-মা দু’জনেই পঞ্জাবের মানুষ। পুনীত এখন আমেরিকায় থাকেন দুই ভাই, মা এবং তাঁর দিদার সঙ্গে।

০৬ ১৬
বয়স ২৪। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পুনীত ছোটবেলা থেকেই পোশাক, সাজগোজ নিয়ে আগ্রহী। ইউটিউবে তাঁর ভিডিয়োর বিষয়বস্তুও মূলত জীবনধারা।

বয়স ২৪। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। পুনীত ছোটবেলা থেকেই পোশাক, সাজগোজ নিয়ে আগ্রহী। ইউটিউবে তাঁর ভিডিয়োর বিষয়বস্তুও মূলত জীবনধারা।

০৭ ১৬
তবে পড়াশোনাতেও সমান মেধাবী পুনীত। মেডিসিন নিয়ে স্নাতকোত্তর করছেন। চতুর্থ বর্ষের ছাত্রী পুনীত পাঠ্যক্রম শেষে এমডি হবেন। ইউটিউবের ভিডিয়োয় তিনি চিকিৎসা সংক্রান্ত পরামর্শও দেন মাঝে মধ্যেই।

তবে পড়াশোনাতেও সমান মেধাবী পুনীত। মেডিসিন নিয়ে স্নাতকোত্তর করছেন। চতুর্থ বর্ষের ছাত্রী পুনীত পাঠ্যক্রম শেষে এমডি হবেন। ইউটিউবের ভিডিয়োয় তিনি চিকিৎসা সংক্রান্ত পরামর্শও দেন মাঝে মধ্যেই।

০৮ ১৬
এর আগে বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা এমক্যাটের রেজাল্টও ভাল করেছিলেন। ইউটিউবের ভিডিয়োতে তা দেখিয়েওছিলেন পুনীত।

এর আগে বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষা এমক্যাটের রেজাল্টও ভাল করেছিলেন। ইউটিউবের ভিডিয়োতে তা দেখিয়েওছিলেন পুনীত।

০৯ ১৬
তিন ভাই বোন তাঁরা। দুই ভাই হরমন এবং সমনও চিকিৎসক। তাঁদের সঙ্গে পুনীতের খুনসুটির ভিডিয়োও ইউটিউবের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন পুনীত।

তিন ভাই বোন তাঁরা। দুই ভাই হরমন এবং সমনও চিকিৎসক। তাঁদের সঙ্গে পুনীতের খুনসুটির ভিডিয়োও ইউটিউবের অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন পুনীত।

১০ ১৬
মাত্র ১৯ বছর বয়সে ইউটিউব চ্যানেল শুরু করেন পুনীত। সাজ পোশাক নিয়ে নিজের আগ্রহ থেকেই চ্যানেলটি তৈরি করেছিলেন। তবে মাত্র পাঁচ মাসে ১০ হাজার অনুগামী পেয়ে ইউটিউব চ্যানেল নিয়ে গুরত্ব সহকারেই ভাবতে শুরু করেন তিনি।

মাত্র ১৯ বছর বয়সে ইউটিউব চ্যানেল শুরু করেন পুনীত। সাজ পোশাক নিয়ে নিজের আগ্রহ থেকেই চ্যানেলটি তৈরি করেছিলেন। তবে মাত্র পাঁচ মাসে ১০ হাজার অনুগামী পেয়ে ইউটিউব চ্যানেল নিয়ে গুরত্ব সহকারেই ভাবতে শুরু করেন তিনি।

১১ ১৬
পুনীতের ইউটিউব চ্যানেলের অনুগামী এখন ২ লক্ষ ৫৬ হাজার। ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৮ হাজার অনুরাগী রয়েছে পুনীতের।

পুনীতের ইউটিউব চ্যানেলের অনুগামী এখন ২ লক্ষ ৫৬ হাজার। ইনস্টাগ্রামেও ১ লক্ষ ৮ হাজার অনুরাগী রয়েছে পুনীতের।

১২ ১৬
এই ছাত্রীর ভারতীয় সাজ এবং মেক আপের ভিডিয়োগুলিই বেশি জনপ্রিয় নেটমাধ্যমে। তবে পুনীতের চ্যানেলে পোশাক থেকে শুরু করে পড়াশোনা, ফ্যাশন টিপস, এমনকি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত পরামর্শও থাকে। মেডিক্যাল স্কুলে তাঁর অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো ব্লগও তৈরি করেন পুনীত।

এই ছাত্রীর ভারতীয় সাজ এবং মেক আপের ভিডিয়োগুলিই বেশি জনপ্রিয় নেটমাধ্যমে। তবে পুনীতের চ্যানেলে পোশাক থেকে শুরু করে পড়াশোনা, ফ্যাশন টিপস, এমনকি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন সংক্রান্ত পরামর্শও থাকে। মেডিক্যাল স্কুলে তাঁর অভিজ্ঞতা নিয়ে ভিডিয়ো ব্লগও তৈরি করেন পুনীত।

১৩ ১৬
পুনীত পশুপ্রেমী। তাই মাংস খান না। পুরোপুরি নিরামিষাশী হওয়ার চেষ্টা করছেন।

পুনীত পশুপ্রেমী। তাই মাংস খান না। পুরোপুরি নিরামিষাশী হওয়ার চেষ্টা করছেন।

১৪ ১৬
ইউটিউবার হিসেবে এখনই অর্থ উপার্জন করলেও পেশা হিসেবে চিকিৎসাকেই বেছে নিতে চান পুনীত। তাঁর ইচ্ছে কার্ডিওলজিস্ট হওয়ার।

ইউটিউবার হিসেবে এখনই অর্থ উপার্জন করলেও পেশা হিসেবে চিকিৎসাকেই বেছে নিতে চান পুনীত। তাঁর ইচ্ছে কার্ডিওলজিস্ট হওয়ার।

১৫ ১৬
ফ্যাশনপ্রেমী পুনীত সরাসরি কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করেন। ইউটিউব এবং ইনস্টাগ্রামের অনুরাগীদের কাটা কাটা শব্দে জবাব দেন। ইনস্টাগ্রামের একটি পোস্টে লিখেছিলেন, ‘যাঁরা আমার শরীর দেখার জন্য আমাকে ফলো করছ, তারা চলে যান। আমার চ্যানেল থেকে আরও অনেক কিছু দেখার বা জানার আছে।’

ফ্যাশনপ্রেমী পুনীত সরাসরি কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করেন। ইউটিউব এবং ইনস্টাগ্রামের অনুরাগীদের কাটা কাটা শব্দে জবাব দেন। ইনস্টাগ্রামের একটি পোস্টে লিখেছিলেন, ‘যাঁরা আমার শরীর দেখার জন্য আমাকে ফলো করছ, তারা চলে যান। আমার চ্যানেল থেকে আরও অনেক কিছু দেখার বা জানার আছে।’

১৬ ১৬
তবে রাজ কুন্দ্রা কী ভাবে তাঁর হদিশ পেলেন এবং তাঁকে প্রাপ্তবয়স্ক অ্যাপের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, তা নিয়ে এখনও ধন্দ কাটছে না তরুণ এই ইউটিউবারের।

তবে রাজ কুন্দ্রা কী ভাবে তাঁর হদিশ পেলেন এবং তাঁকে প্রাপ্তবয়স্ক অ্যাপের ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, তা নিয়ে এখনও ধন্দ কাটছে না তরুণ এই ইউটিউবারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy