Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Celebrity Life

হুসেনজি, বাড়ির দেওয়ালকে দয়া করে ক্যানভাস বানাবেন না! কেন বলেছিলেন মাধুরী?

“আমার বাড়ির দেওয়ালে অবশ্যই পেন্টিং থাকবে। কিন্তু দেওয়াল কখনও যেন ক্যানভাস হয়ে না ওঠে”, পরামর্শ অভিনেত্রীর।

মাধুরী দীক্ষিতে ‘ফিদা’ মকবুল হোসেন।

মাধুরী দীক্ষিতে ‘ফিদা’ মকবুল হোসেন। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪:১১
Share: Save:

মকবুল ফিদা হুসেন আর মাধুরী দীক্ষিত। নব্বই দশকের প্রেমকথা। চিত্রকরের অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন ‘ধকধক গার্ল’। যার জেরে চিত্রকরের ‘গজগামিনী’ ছবির সিরিজ়। সেই মকবুল ফিদা হুসেনকে মাধুরী সরাসরি অনুরোধ জানিয়েছিলেন, “আপনি আমার বাড়ির দেওয়ালকে দয়া করে ক্যানভাস বানাবেন না।” এই অনুরোধে মিশেছিল শ্রদ্ধা। এক যুগেরও বেশি পরে অভিনেত্রীর তরফ থেকে এই ধরনের মন্তব্য শুনে রীতিমতো হতবাক অনুরাগীরা।

কেন প্রয়াত চিত্রকরকে এ রকম বলেছিলেন মাধুরী? দক্ষিণ ভারত, বিদেশের পর মুম্বইয়ে নিজেদের জন্য একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। মকবুল ফিদা হুসেনের ছবি দিয়ে সেই বাড়ি সাজানো। সেই প্রসঙ্গেই মাধুরীর এমন মন্তব্য। কেন তিনি এ রকম কথা বলেছিলেন তা-ও জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমার আঁকা খুব ভাল লাগে। সেই আঁকা দিয়ে বাড়ি সাজাতেও ভালবাসি। তা বলে বাড়ির দেওয়ালকে ক্যানভাস বানিয়ে ফেলব! মকবুলজি প্রায় সে রকমই কাণ্ড করতে যাচ্ছিলেন।”

চিত্রশিল্পীকে বাধা দেন মাধুরী। যুক্তি দেখান, “আপনি কষ্ট করে দেওয়ালে আঁকবেন। কিন্তু সেই ছবি অন্য বাড়িতে নিয়ে যেতে পারব না। তার চেয়ে দেওয়ালে আঁকবেন না।” মাধুরীর এই কথাকে মান্যতা দিয়েছিলেন চিত্রকর। দেওয়ালে না এঁকে বেশ কিছু ছবি উপহার দিয়েছিলেন। যখনই বাড়ি বদলেছেন, মাধুরীর সঙ্গী হয়েছে সেই সমস্ত ছবি।

অন্য বিষয়গুলি:

Madhuri Dixit Maqbool Fida Husain painting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy