‘বেগমজান’-এর একটি দৃশ্যে বিদ্যা।
তিনি ‘বেগমজান’। তিনি বিদ্যা বালন। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির ট্রেলার পছন্দ হয়েছে দর্শকদের। বিদ্যার কথায়, ‘‘আমি যতটা আশা করেছিলাম তার থেকেও ভাল রেসপন্স পাচ্ছি।’’
কী ভাবে তৈরি হয়েছেন বিদ্যা ‘বেগমজান’-এর জন্য?
আরও পড়ুন, ‘দুই ভাষার বেগমজানের জন্য প্রথম পছন্দ ছিলেন বিদ্যাই’
সম্প্রতি এক সাক্ষাত্কারে নায়িকা বলেছেন, ‘‘স্ক্রিপ্টটাই আমাকে তৈরি করেছে। আমি সৃজিতের সঙ্গে অনেক সময় কাটিয়েছি বেগমজান কোথা থেকে এসেছে বোঝার জন্য। ওই চ্যাটগুলোই আমার হোমওয়ার্ক ছিল। শুটিং শেষে হোটেলে ফিরে আমি একা থাকতাম। আমার কো-অ্যাক্টরা প্রায় প্রত্যেক দিন একসঙ্গে পার্টি করত, কিন্তু আমি নিজেকে ঘরবন্দি করে ফেলতাম। কারণ আমার বেগমজানকে অনুভব করাটা দরকার ছিল।’’
গোটা জার্নিটাই নাকি বেশ কঠিন ছিল। এত পরিশ্রমের পর যদি কোনও ছবি বক্স অফিসে ফ্লপ করে? বিদ্যা ব্যাখ্যা করেছেন, যে কোনও ছবি ফ্লপ করলেই সেটা দুঃখের। তার জন্য খারাপ লাগা থাকেই। কিন্তু এগিয়েও যেতে হবে সমান ভাবে।
আরও পড়ুন, ‘শরীরের সঙ্গে জড়িত যে কোনও বিষয়ে কথা বলতেই অস্বস্তি আমাদের’
তাঁকে নিয়ে যে এত খবর হয় মিডিয়ায়, তিনি আদৌ পড়েন কি?
বিদ্যার জবাব, ‘‘আমাকে নিয়ে হওয়া কোনও খবর আমি পড়ি না। এমনকী কোনও ছবির রিভিউও আমি পড়ি না। যদি বাবা বা আমার বন্ধুদের কেউ বলে যে কোনও লেখা অন্য রকম হয়েছে, ভাল হয়েছে, তখন সেটা পড়ে দেখি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy