Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Uorfi Javed

ভিজে সপসপে কাঁচুলিতে গানের পুনরুজ্জীবন! উরফি কি নতুন জিনাত আমন হতে পারবেন?

জিনাতের হিট গানের রিমেক ভিডিয়ো আবারও হিট হয় কি না, তা নির্ভর করছে উরফির অনুরাগীদের উপর। জিনাতের জায়গা কি নিতে পারবেন ‘ফ্যাশনিস্তা’?

‘হায় হায় ইয়ে মজবুরি’-তে কে বেশি হট, উরফি নাকি জিনাত?

‘হায় হায় ইয়ে মজবুরি’-তে কে বেশি হট, উরফি নাকি জিনাত?

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৩:০২
Share: Save:

নিজেকে সত্তরের দশকের জিনাত আমন ভাবছেন উরফি জাভেদ? এত দিন ধরে জিনাতের ছবি কেন পোস্ট করছিলেন মডেল-তারকা? বোঝা গেল মঙ্গলবার। প্রকাশিত উরফির গানের ভিডিয়ো ‘হায় হায় ইয়ে মজবুরি’-র ঝলক।

১১ অক্টোবর সারেগামা মিউজিক অফিসিয়াল-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে গানটি। ‘রোটি কাপড়া অউর মকান’ (১৯৭৪) ছবিতে জিনাতও এই গানে নেচেছিলেন, যে গানে এই শতকে পারদ চড়ালেন উরফি।

জিনাতের হিট গানের রিমেক ভিডিয়ো আবারও হিট হয় কি না, তা নির্ভর করছে উরফির অনুরাগীদের উপর। জিনাতের জায়গা কি নিতে পারবেন ‘ফ্যাশনিস্তা’? পরনেও জিনাতের মতো পোশাক। তবে পুরনো গানের চেয়ে উরফির ভিডিয়ো আরও বেশি উত্তেজক। এমনিতেই প্রায় কিছু না পরে রাস্তায় বেরিয়ে পড়েন যে উরফি, তিনিই সেজেছেন লাল শাড়িতে। নাভির অনেকটা নীচে কুঁচি শুরু। লাল টুকটুকে কাঁচুলি থেকে যেন খুলে খুলে পড়ছে ফুল! সরু আঁচল বুকের মাঝখান দিয়ে চলে গিয়েছে। উজ্জ্বল লাল চুড়ি হাতে। বৃষ্টির জলে ভিজে সপসপে হয়ে নেচে চলেছেন তারকা। সেই সঙ্গে ছন্দ-লয় বদলে গিয়ে পুরনো দিনের ‘হায় হায় ইয়ে মজবুরি’-ও নতুন গতি পেয়েছে। রিমেকের আবেদনে ফের ভাসল নেটদুনিয়া।

এর আগে উরফি যখন হ্যাশট্যাগ দিয়ে তাঁর নতুন গানের নাম লিখেছিলেন, বুঝতে পারেননি ভক্তরা। অনেকে তাঁকে ঢিনচ্যাক পূজার সঙ্গেও তুলনা করছিলেন। কেউ কেউ বলেছেন, “আপনি তবে আইটেম গার্ল হচ্ছেন?” তার পর গানের ভিডিয়োতে উরফিকে দেখে চক্ষু চড়কগাছ সবার। এখন এক দল অপেক্ষা করছেন ভিডিয়ো মুক্তির। তার পরই ঝাঁপিয়ে পড়বেন দুই প্রজন্মের দুই নায়িকার তুলনায়।

অন্য বিষয়গুলি:

Uorfi Javed model-actress Zeenath Aman Music Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy