আচমকা প্যানিক অ্যাটাক। রক্তচাপ ওঠানামা করতে থাকে। বুকে ব্যথাও অল্পবিস্তর। সব মিলিয়ে হঠাৎ অসুস্থ ‘দেবী চৌধুরাণী’র পরিচালক শুভ্রজিৎ মিত্র। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করলে পরিচালক জানান, শুক্রবার ছাড়া পেয়েছেন। রবিবার পর্যন্ত বিশ্রামে থাকবেন। সোমবার থেকে ফের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। নিজের শরীরের খবর দিতে গিয়ে রসিকতার লোভ সামলাতে পারেননি তিনি। বলেছেন, “যা বুঝলাম, তাতে একটা প্রেমে কুলোবে না। সুস্থ থাকতে গেলে একাধিক প্রেম করতে হবে!”
তাঁর আগামী ছবি মুক্তি পাবে ১ মে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। প্রায় নাওয়াখাওয়ার সময়ে নেই শুভ্রজিতের। এ রকম পরিস্থিতিতে কী করে অসুস্থ হয়ে পড়লেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিচালকদের কাছে ছবিমুক্তি সন্তানের জন্ম দেওয়ার সমান। ছবির ব্যবসা নিয়েও চিন্তা চলে। শেষ মুহূর্তেও অনেক কাজ থাকে। আমরা বলি 'ফিনিশিং টাচ'। সব মিলিয়ে তাই প্রচণ্ড চাপ।” তার উপরে পরিচালকের মা-ও অসুস্থ। তাঁর দেখভালের দায়িত্ব পরিচালক ছেলের উপরে। সব চাপ নিজের ঘাড়ে নিয়ে সামলাতে গিয়ে তাঁর শরীর খারাপ হয়ে পড়ে।
আরও পড়ুন:
বৃহস্পতিবার কথা বলার অবস্থায় ছিলেন না শুভ্রজিৎ। তাই হাসপাতালের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে নিজের অবস্থার কথা সকলকে জানান। এখন ভাল আছেন তিনি। চিকিৎসকেরা কয়েকটি ওষুধ এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু জমা কাজ ফেলে রেখে বেশি দিন বিশ্রাম নেওয়া সম্ভব নয় তাঁর। তাই নতুন সপ্তাহে কাজে যোগ দেবেন, এমনই ইচ্ছা তাঁর।