Advertisement
০১ জানুয়ারি ২০২৫
Hrithik Roshan

পেটের মেদ কমিয়ে কেমন করে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হলেন হৃতিক রোশন?

বেশি দিন আগের ঘটনা নয়। গত বছর ‘সুপার ৩০’-র জন্য তাঁকে ওজন বাড়াতে হয়েছিল বেশ কয়েক কেজি। ছবি বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু হৃতিককে সুনামের পাশাপাশি তা দিয়ে গিয়েছিল অতিরিক্ত মেদ। অভিনেতার ভাষায় ‘হাম্পটি ডাম্পটি’।

ফ্যাট টু ফিট: হৃতিক রোশন।

ফ্যাট টু ফিট: হৃতিক রোশন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৭:০৪
Share: Save:

‘হার না মেনে এগিয়ে যাও’, হৃতিক রোশনের সদ্য পোস্ট করা ইনস্টা ভিডিয়োটি সেই বার্তাই দিচ্ছে । ইন্ডাস্ট্রিতে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলে পরিচিত এই নায়ক এক সময় যে ওজন বাড়িয়ে তাঁর ‘ফিজিক’-এর প্রায় ইতি টেনেছিলেন সে কথাই শেয়ার করলেন হৃতিক ।

বেশি দিন আগের ঘটনা নয়। গত বছর ‘সুপার ৩০’-র জন্য তাঁকে ওজন বাড়াতে হয়েছিল বেশ কয়েক কেজি। ছবি বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু হৃতিককে সুনামের পাশাপাশি তা দিয়ে গিয়েছিল অতিরিক্ত মেদ। অভিনেতার ভাষায় ‘হাম্পটি ডাম্পটি’।

এই সময়েই তাঁর কাছে আসে অ্যাকশন ছবি ‘ওয়ার’-এর অফার। টাইগার আর হৃতিকের জুটি বড় পর্দায় নিয়ে আসার জন্য যখন পরিচালক থেকে প্রযোজক সুপার এক্সসাইটেড, ঠিক তখনই পেট ভর্তি মেদ নিয়ে সিনে এন্ট্রি হৃতিকের।

হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। স্লিপ ডিস্কের অস্বাভাবিক ব্যথা। গোদের উপর বিষফোঁড়া এই এক্সট্রা ফ্যাট। টাইগার সে সময় হয়ে উঠেছিল তাঁর অনুপ্রেরণা। চলতে থাকে নিয়ম মেনে ওয়ার্কআউট, ডায়েট। ছ’মাস সময় নিয়েছিলেন। তার পর আবার , তিনি ব্যাক টু দ্য ট্র্যাক। ‘ওয়ার’-এ তাঁর উন্মুক্ত শরীর দেখে হাঁ হয়ে গিয়েছিলেন অনুরাগীরা।

সহজ ছিল না মোটেই। কী ভাবে সম্ভব হল তাঁর এই ফ্যাট টু ফিট জার্নি? দেখে নিন ভিডিয়োতে…।

. To the Kabir in all of us. Don't forget to thrive while you survive. Enjoy it all. The good, the bad. Juice everything out. . E.V.E.R.Y.T.H.I.N.G. . @hrxbrand #keepgoing #turnitupwithHrx

A post shared by Hrithik Roshan (@hrithikroshan) on

অন্য বিষয়গুলি:

Hrithik Roshan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy