These Bollywood celebrities accused of molestation dgtl
Bollywood
যৌন হেনস্থার অভিযোগ এই তারকাদের বিরুদ্ধেও
শুধু মাত্র নানা পটেকরই নন, এর আগেও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে অনেকের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ০৯:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত, অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। পাল্টা আইনি নোটিস দিয়েছেন নানা। শুধু নানা পাটেকরই নন, আরও বেশ কয়েকজন বলি তারকার বিরুদ্ধে কখনও না কখনও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
০২১১
পাপন: ২০১৮ সালের শুরুর দিকে এই গায়কের বিরুদ্ধে একটি রিয়্যালিটি শোয়ের নাবালিকা প্রতিযোগীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ ওঠে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ফুটেজও প্রকাশিত হয়েছিল। যদিও পাপন ক্ষমা চেয়ে নেন। স্নেহের বশেই নাকি এমন কাজ করেছিলেন পাপন, হেনস্থা নয় বলেন মেয়েটির বাবাও। আদালতে অভিযোগ দায়ের হলেও জামিনে মুক্তি পান পরবর্তীতে।
আদিত্য পাঞ্চোলি: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যৌন হেনস্থার অভিযেগ আনেন প্রাক্তন প্রেমিক আদিত্যর বিরুদ্ধে। আদিত্যর অপর গার্লফ্রেন্ড পূজা বেদীর পরিচারিকাকেও ধর্ষণ করেছিলেন আদিত্য, এমনটাও অভিযোগ আনা হয়েছিল। যদিও পরবর্তীতে জামিনে মুক্তি পান আদিত্য।
০৫১১
রাজেশ খন্না: লিভ-ইন পার্টনার অনিতা আদবাণী রাজেশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অনিতা বলেন, তিনি সে সময় নাবালিকা ছিলেন, যখন রাজেশ তাঁকে হেনস্থা করেছিলেন।
০৬১১
মধুর ভাণ্ডারকর: ২০০৪ সালে প্রীতি জৈন নামে এক অভিনেত্রী ধর্ষণের অভিযেগ আনেন। কাস্টিং কাউচের কথাও বলেন প্রীতি। পরবর্তীতে প্রীতির বিরুদ্ধে সুপারি কিলার নিয়োগ করে মধুরকে খুন করার অভিযোগ ওঠে।
০৭১১
বিকাশ বহেল: কঙ্গনা রানাউত অভিযোগের আঙুল তোলেন হিট ছবি ‘কুইন’-এর পরিচালক বহেলের দিকে।‘ফ্যানটম ফিল্মস’-এর একজন ক্রিউ মেম্বারও বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। বিকাশ বহেল, মধু মান্টেনা, অনুরাগ কাশ্যপ এবং বিক্রমাদিত্য মতওয়ানে শুরু করেছিলেন ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ এই সংস্থা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন।
০৮১১
করিম মোরানি: ‘রা ওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রযোজক করিমের বিরুদ্ধে ২০১৭ সালে ধর্ষণের অভিযোগ আনেন দিল্লির এক পড়ুয়া। যদিও পরবর্তীতে আদালত তাঁকেও অব্যাহতি দিয়েছিল।
০৯১১
অঙ্কিত তিওয়াড়ি: ২০১৪ সালে এই গায়কের বিরুদ্ধে তাঁর প্রেমিকা ধর্ষণের অভিযোগ আনেন। পরবর্তীতে মুম্বই সেশন কোর্ট তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
১০১১
মহম্মদ ফারুকি: ২০১৫ সালে এক মার্কিন গবেষক ‘পিপলি লাইভ’-এর সহ-পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। পরবর্তীতে দিল্লি হাই কোর্ট তাঁকে বেকসুর ঘোষণা করে। জামিনে মুক্তি পান তিনি।
১১১১
সাইনি আহুজা: ২০০৯ সালে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই তারকার বিরুদ্ধে। জামিনে মুক্তি পান ‘গ্যাংস্টার’-‘ভুলভুলাইয়া’ তারকা। পরবর্তীতে অভিযোগ তুলে নেওয়া হয়।