The main actors who played key roles in the Movie 'The Accidental Prime Minister' dgtl
‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ কে কোন ভূমিকায় রয়েছেন, জানেন কি?
রিলিজের আগেই বিতর্কের কেন্দ্রে বিজয় রত্নাকর গুট্টের প্রথম ফিল্ম ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনীভিত্তিক এর কাহিনি। কংগ্রেসের অভিযোগ, আগামী লোকসভা ভোটের আগে ফায়দা তোলার জন্য তা তৈরি করেছে বিজেপি। তর্ক-বিতর্ক যা-ই হোক না কেন, এর মুখ্য ভূমিকার কারা রয়েছেন, জানেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
রিলিজের আগেই বিতর্কের কেন্দ্রে বিজয় রত্নাকর গুট্টের প্রথম ফিল্ম ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবনীভিত্তিক এর কাহিনি। কংগ্রেসের অভিযোগ, আগামী লোকসভা ভোটের আগে ফায়দা তোলার জন্য তা তৈরি করেছে বিজেপি। তর্ক-বিতর্ক যা-ই হোক না কেন, এর মুখ্য ভূমিকার কারা রয়েছেন, জানেন?
০২০৭
তিরিশ না পেরোতেই মহেশ ভট্টের ফিল্ম ‘সারাংশ’-এ এক বৃদ্ধ বাবার আর্তি শুনিয়েছিলেন অনুপম খের। সেই শুরু। এর পর বার বার অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছেন অনুপম। এই ফিল্মে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের সিংহকে ফুটিয়ে তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সে সব ছবি ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
০৩০৭
বলিউডে খুব কম ফিল্মেই অক্ষয় খন্নাকে দেখা গিয়েছে। তবে ‘দিল চাহতা হ্যায়’-তে অক্ষয়ের অভিনয় মনে রেখেছেন অনেকেই। এই ফিল্মে সঞ্জয় বারুর চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত মনমোহন সিংহের মিডিয়া অ্যাডভাইজার এবং প্রধান মুখপাত্র সঞ্জয়ের বইয়ের উপর ভিত্তি করেই গড়েছে এই ফিল্মটি।
০৪০৭
এই ফিল্মে সনিয়া গাঁধীর ভূমিকায় দেখা যাবে সুজান বারনার্টকে। আদতে জার্মান হলেও ফরাসি, স্প্যানিস, ইতালিয়ান, মরাঠি, ইংরেজি, হিন্দি ও বাংলাতে অনর্গল কথা বলতে পারেন তিনি। ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’-এর মতো ফিল্ম ছাড়াও দেশীয় টেলিভিশনে বেশ কয়েকটা সিরিয়ালে দেখা গিয়েছে সুজানকে।
০৫০৭
‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র লীলা থুড়ি আহানা কুমরাকে এ ফিল্মে প্রিয়ঙ্কা গাঁধীর ভূমিকায় দেখে অনেককেই চমকে দিতে পারেন। আহানা নিজেও এই চরিত্রটা করতে পেরে রীতিমতো উত্তেজিত।
০৬০৭
বলিউডের পরিচিত মুখ অর্জুন মাথুরকে অনেকেই দেখেছেন ‘মাই নেম ইজ খান’, ‘লাক বাই চান্স’ বা ‘বেগম জান’-এর মতো ফিল্মে। এই ফিল্মে সেই চেনা অর্জুনই রাহুল গাঁধীর ভূমিকায়।
০৭০৭
‘হমলোগ’, ‘বনেগি আপনি বাত’ বা ‘এক নয়ি উম্মিদ-রোশনি’— একের পর টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন দিব্যা শেঠ শাহ। অনেকেই বলছেন, এই ফিল্মে মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ কউরের ভূমিকায় বেশ মানিয়েছে দিব্যাকে।