Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সেনা-শিবিরে টার্মিনেটর

ছবির পর্দায় তাঁকে কম্যান্ডো হিসেবে দেখা গিয়েছে আগেই। যুদ্ধবাজ সেনার চরিত্রেও তাঁর ঝলক ধরে রেখেছে সেলুলয়েড। সে সব পেরিয়ে এ বার খাস মার্কিন নৌবাহিনী দলে ভিড়লেন আর্নল্ড শোয়ারজেনেগার। নেপথ্যে রইল ছায়াছবি, তবে তার শুটিং নয়! মার্কিন নৌবাহিনীর জন্য নতুন ছবির বিশেষ এক প্রিমিয়ার শো-এর বন্দোবস্ত করলেন টার্মিনেটর।

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০০:০০
Share: Save:

ছবির পর্দায় তাঁকে কম্যান্ডো হিসেবে দেখা গিয়েছে আগেই। যুদ্ধবাজ সেনার চরিত্রেও তাঁর ঝলক ধরে রেখেছে সেলুলয়েড। সে সব পেরিয়ে এ বার খাস মার্কিন নৌবাহিনী দলে ভিড়লেন আর্নল্ড শোয়ারজেনেগার। নেপথ্যে রইল ছায়াছবি, তবে তার শুটিং নয়! মার্কিন নৌবাহিনীর জন্য নতুন ছবির বিশেষ এক প্রিমিয়ার শো-এর বন্দোবস্ত করলেন টার্মিনেটর।

ছবি রিলিজ হওয়ার কথা অবশ্য ১ জুলাই। কিন্তু প্রিমিয়ার হয়ে গেল তার দু’ সপ্তাহ আগেই। ‘টার্মিনেটর’ সিরিজের পঞ্চম পর্ব ‘টার্মিনেটর জেনেসিস’ নিয়ে শোয়ারজেনেগার হাজির হলেন ক্যালিফোর্নিয়ার ক্যাম্প পেন্ডেলটনে। নৌবাহিনীর শিবিরে এই সাই-ফাই অ্যাকশন ছবির প্রিমিয়ারে কী করলেন খোদ টার্মিনেটর?

৬৭ বছরের অভিনেতা-রাজনীতিক আর্নল্ড শোয়ারজেনেগার শো-এর আগে মার্কিন সেনাবাহিনীর অবদান নিয়ে বেশ কিছু কথা বলেন। দেশের প্রতি তাঁদের কমিটমেন্টের কথা মনে করিয়ে দেন ‘কম্যান্ডো’-খ্যাত মেগা-স্টার। স্বাভাবিক ভাবেই প্রিমিয়ারে আর্নল্ডকে পেয়ে নৌসেনারাও বিরাট খুশি। প্রিয় হিরোর অটোগ্রাফ নিয়ে, তাঁর সঙ্গে ছবি তুলে, হ্যান্ডশেক করে রীতিমতো হইচই মচিয়ে দিলেন তাঁরা।

এখানেই অবশ্য মার্কিন নৌবাহিনী আর শোয়ারজেনেগারের যোগাযোগ শেষ নয়! আপ্লুত আর্নল্ড এই আবেগঘন মুহূর্তের ১০ সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছেন তাঁর ফেসবুকে। ধন্যবাদ জানিয়েছেন নৌসেনাদের।

অন্য বিষয়গুলি:

Terminator Genisys Arnold Schwarzenegger Commando
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE