গুগলি। ইনসেটে পরিচালক।
লাল গেঞ্জি। পরিপাটি করে আঁচড়ানো চুল। চোখে চশমা। বেশ রাগী মুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে খুদে। কে এই খুদে? এ হল ‘গুগলি’।
কে এই ‘গুগলি’? পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের কাছে রয়েছে এই প্রশ্নের উত্তর। কারণ তাঁর আসন্ন ছবি ‘গুগলি’র প্রথম পোস্টার রিলিজ করেছে সোমবার। আর এই খুদে সেই পোস্টারেরই অংশ।
অভিমন্যু শেয়ার করলেন, ‘‘ও গুগলি। সৌম্যদীপ্ত। এর আগে সিরিয়ালে কাজ করেছে। কিন্তু সিনেমা এই প্রথম। এই ছবিটা ফ্যামিলি ইমোশনাল ড্রামা। ওর বাবা-মায়ের চরিত্রে করেছে সোহম-শ্রাবন্তী। এটুকু বলতে পারি, এই জুটিকে একেবারে অন্য ভাবে প্রেজেন্ট করেছি।’’
‘গুগলি’র গল্প, চিত্রনাট্য সবই করেছেন অভিমন্যু। এর আগে তাঁর পরিচালিত দু’টি ছবি দেখেছেন দর্শক। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে আগামী মাসেই। আদ্যন্ত পারিবারিক গল্প দর্শকের ভাল লাগবে বলেই মনে করেন টিম ‘গুগলি’র সদস্যরা।
আরও পড়ুন, প্রযোজক দেবের প্রথম পুরস্কার…
The wait is finally over! Meet Googly.
— Surinder Films (@SurinderFilms) February 25, 2019
Presenting the first look poster of our next film, #Googly.@myslf_soham @srabantismile @abhimanyumuk @savvygupta @nispalsingh pic.twitter.com/mH23CF8BWm
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy