Advertisement
০৬ নভেম্বর ২০২৪

উর্দিতে মাতাতে চান টাবু

খাকি উর্দি পরে পর্দায় একেবারে মারমার-কাটকাট ফেলে দিতে চান টাবু। ঠিক যেমনটা করেছিলেন ‘সিংহম’ বা ‘দাবাং’-এর অজয় দেবগন ও সলমন খান। এই ইচ্ছে অবশ্য তাঁর নতুন নয়। দীর্ঘ দিন ধরেই দাপুটে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের ইচ্ছে রয়েছে তাঁর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

খাকি উর্দি পরে পর্দায় একেবারে মারমার-কাটকাট ফেলে দিতে চান টাবু। ঠিক যেমনটা করেছিলেন ‘সিংহম’ বা ‘দাবাং’-এর অজয় দেবগন ও সলমন খান। এই ইচ্ছে অবশ্য তাঁর নতুন নয়। দীর্ঘ দিন ধরেই দাপুটে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের ইচ্ছে রয়েছে তাঁর। ফলে, ‘দৃশ্যম’-এর মীরা দেশমুখ চরিত্রটির জন্য তাঁকে রাজি করাতে বিশেষ বেগ পেতে হয়নি পরিচালক নিশিকান্ত কামাতকে। কড়া ধাঁচের পুলিশ অফিসারের চরিত্রটি প্রথম দর্শনেই মন কেড়েছিল টাবুর। তিনি বলেছেন, তাঁকে যখন মূল মালায়লম ছবিটি দেখানো হয়, তখনই চরিত্রটি তিনি করার কথা ভেবে নিয়েছিলেন। তখনও ছবিটি হিন্দিতে করার কোনও পরিকল্পনা ছিল না। টাবু বলছেন, তিনিই প্রযোজককে ছবিটি হিন্দিতে রিমেক করার পরামর্শ দেন। শুধুমাত্র এই চরিত্রটির টানেই টাবুর এত কিছু ! হতেই পারে। কেননা, তিনি নিজেই যে বলছেন, কান্নাকাটি, আবেগ— এ সব ঠিক আছে। কিন্তু কখনও কখনও সিংহম বা দাবাং হতে তাঁরও তো ইচ্ছে করে !

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE