অঞ্জনা ভৌমিক (বাঁদিকে) এবং সৃজিত মুখোপাধ্যায়।
অঞ্জনা ভৌমিককে মনে পড়ে? ৬০ থেকে ৮০-এর দশকে বাংলা সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি এখনও মনে রেখেছেন দর্শক। ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। সেই অঞ্জনা এখন কার্যত অন্তরালে। যদিও দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা দু’জনেই এক সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন প্রযোজক। তাঁর স্বামী যিশু সেনগুপ্ত চুটিয়ে অভিনয় করছেন। আর সদ্য ডেবিউ হল যিশু-নীলাঞ্জনার বড় মেয়ে অর্থাত্ অঞ্জনার নাতনি সারার।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘উমা’। সেখানেই ডেবিউ হয়েছে সারার। নাতনির ছবি বাড়িতে বসে দেখলেন অঞ্জনা। আর সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন খোদ সৃজিত।
গত রবিবার টিভিতে সারার ‘উমা’ দেখলেন অঞ্জনা। সঙ্গে ছিলেন নীলাঞ্জনা এবং অবশ্যই সারা। তিন প্রজন্ম একসঙ্গে বসে ‘উমা’ দেখলেন। সেই ছবি সোশ্যাল অডিয়েন্সের কাছে তুলে ধরেছেন সৃজিত।
আরও পড়ুন, ‘ব্যাক টু প্যাভিলিয়ন’, শুটিংয়ে ফিরে ছবি দিলেন দিতিপ্রিয়া
পরিচালক টুইট করেন, ‘অঞ্জনা ভৌমিক আমার অন্যতম পছন্দের অভিনেত্রী... নাতনি সারার ডেবিউ দেখছেন আরও এক অভিনেত্রী নীলাঞ্জনার সঙ্গে, যিনিও অভিনেত্রী হিসেবে প্রতিভার দাম পাননি। তিন প্রজন্ম বিশেষ এক অনুষ্ঠানে...#উমা।’
Anjana Bhowmick, one of my favourite actresses who matched the Mahanayak impeccably with her then-rare smart style of acting, watching her granddaughter Sara's superhit debut with her daughter Nilanjana, another underrated actress. 3 generations on a very special occasion! #Uma pic.twitter.com/9ce8rItDaS
— Srijit Mukherji (@srijitspeaketh) August 26, 2018
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy