সদ্যই তাঁর গাওয়া বেশির ভাগ গান তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে ইউটিউব। কিন্তু ফ্যানরা ভুলতে পারছেন না তাঁদের ফেভারিট ঢিনচ্যাক পূজাকে। শুধু তাই নয়, তাঁরা যে যারপরনায় মিস করছেন এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ইন্টারনেট সেনসেশনকে, তাও বেশ ভালই বোঝা যাচ্ছে।
ঢিকচ্যার পূজার নানা ‘আজব গান’ই সারা ফেলেছিল নেট দুনিয়ায়। তাঁর গাওয়া ‘সয়াগি ওয়ালি টোপি’, ‘সেলফি ম্যায়নে লে লি আজ’, ‘দিলোঁ কা শুটার’ সুপার ডুপার হিট ইউটিউবে। কোটির ঘর ছাড়িয়েছে ভিউয়ার সংখ্যা। আট থেকে আশি সকলেই মজে রয়েছে সেই গানের ‘জাদু’তে। সেই জাদুতে এ বার সম্মোহিত সোনু নিগমও। শুধু তাই নয়, কপিরাইট সংক্রান্ত সমস্যায় ইউটিউব থেকে পূজার সমস্ত ভিডিও মুছে যাওয়ায় তাঁর গানকে মিস করলেন সোনুও।
আরও পড়ুন: দুঃসংবাদ! আর ইউটিউবে পাওয়া যাবে না ঢিনচ্যাক পূজাকে
দেখুন ভিডিও
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন সোনু। সেখানে দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় গাড়ি করে যাচ্ছেন গায়ক। হয়তো সেই সময় মিস করছিলেন পূজাকে। গাড়ির মধ্যেই পূজার ‘দিলোঁ কা শুটার’ গানটি গেয়ে উঠলেন সোনু। তবে হ্যাঁ, নিজের স্টাইলে নয়। হুবহু নকল করলেন কুমার শানুর গানের স্টাইল।
ইউটিউবে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি ভিউয়ার দেখে ফেলেছেন সেটি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy