গত বছর খবরের শিরোনামে উঠে এসেছিল অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ে। দীর্ঘ দিন ধরে চলেছিল বিয়ের অনুষ্ঠান। দেশ-বিদেশ থেকে বহু অতিথির সমাগম হয়েছিল সেই বিয়েতে। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছিলেন বিয়ের একটি অনুষ্ঠানে। সমাজমাধ্যমে কটাক্ষের শিকারও হয়েছিল অম্বানী পরিবার। কোটি কোটি টাকা ওড়ানোর অভিযোগ তুলেছিলেন নিন্দকেরা। এই প্রসঙ্গে মুখ খুলেছেন মিকা সিংহ।
অম্বানীদের বিয়ের অনুষ্ঠানে তাঁকে গান গাইতেও দেখা গিয়েছিল। রোজগারও হয়েছে সেখান থেকে। তাই সঙ্গীতশিল্পী বলেছেন, “লোকজন বলে, অনেক টাকা ওড়ানো হয়েছে। এই টাকা ওড়ানোর জন্য কত লোকের সংসার চলছে। তা হলে এটাকে তো আশীর্বাদ বলা উচিত। আমি কিন্তু তোষামোদ করছি না।”
খবর ছড়িয়েছিল, বহু অতিথিকে নাকি অম্বানীদের পক্ষ থেকে ২ কোটি টাকা দামের ঘড়ি উপহার দেওয়া হয়েছিল। যদিও মিকা এমন কোনও উপহার পাননি বলে জানান। এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী আগেও বলেছিলেন, “আমি অনন্ত অম্বানীর বিয়েতে গান গাইতে গিয়েছিলাম। সকলকে অনেক টাকা দিয়েছেন তিনি। আমাকেও দিয়েছেন। কিন্তু একটা বিষয়ে আমি রেগে গিয়েছি। আমি কিন্তু ওই দামি ঘড়িটা পাইনি।”
আরও পড়ুন:
২০২৪ সালের ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়েন মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ে তিন দিন ধরে চলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ হাজারেরও বেশি অতিথি। শাহরুখ খান, সলমন খানের মতো বলি তারকা থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট রাজনীতিবিদেরা।